E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ব্যাংকের বেশকিছু ধারা পরিবর্তন করা হবে’

২০১৬ ডিসেম্বর ২২ ১৭:০৮:১৭
‘ব্যাংকের বেশকিছু ধারা পরিবর্তন করা হবে’

স্টাফ রিপোর্টার : আগামী দুই বছরের মধ্যে ব্যাংকের মার্জার (একীভূত), দেউলিয়া আইনসহ বেশকিছু ধারা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ডিজিটাল পদ্ধতিতে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মুহিত বলেন, উন্নয়নের জন্য অর্থ প্রবাহ দরকার। ব্যাংকিং খাত সে অর্থ প্রবাহ দিয়ে আসছে। সরকারি খাত থেকে ব্যাংকিং খাতকে মুক্ত করার পর এ খাতের প্রসার শুরু হলো। ব্যাংকিং খাত বিকাশে সব সময় কাজ করে আসছে আওয়ামী লীগ সরকার।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ব্যাংকের সংখ্যা বেশ বেড়েছে। ব্যাংকিং খাত নিয়ে আমি আশাবাদী। তবে এ খাতের কয়েকটি আইন পরিবর্তন করতে হবে। এর মধ্যে আগামী দুই বছরের মধ্যে মার্জার, দেউলিয়া আইনসহ বেশকিছু আইনের পরিবর্তন হবে।

তিনি বলেন, দেশের কিছু ব্যাংকিং কার্যক্রম নিয়ে অনেকেই সমলোচনা করেন। শাখা বাড়ানো নিয়েও মতপার্থক্য আছে। তবে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। শাখাগুলোর মাধ্যমে আমরা অনেক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে সক্ষম হবো।

অনুষ্ঠানে গভর্নর ফজলে কবীর বলেন, প্রবৃদ্ধির জন্য আর্থিক খাতের দায়িত্ব অনেক। এ জন্য আর্থিক খাতের সুশাসন দরকার। আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের জন্য ব্যাংকিং খাতকে সরলীকরণ করতে হবে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেবাগুলো গ্রাহকদের জন্য সাবলীল রাখতে হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসানসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test