E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

২০১৪ জুন ১৫ ১৪:১৭:৫০
সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

স্টাফ রিপোর্টার : শনিবার জাতীয় প্রেসক্লাবে জিপিইইউ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘করপোরেট বাণিজ্যের প্রসারে ইউনিয়নের ভূমিকা বা প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভারও আয়োজন করা হয়।

ইউএস সলিডারিটি সেন্টারের কান্ট্রি ডিরেক্টর অ্যালাঞ্জ সুসান ছাড়াও গ্রামীণফোন, বাংলালিংক, রবি, শ্রমিক নেতা এবং আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

প্রচলিত ধারণা ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীরা নিজেদের অধিকার নিশ্চিত করতে ইউনিয়ন গড়ে তুলতে পেরেছে বলে জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস (বিলস) পরিচালক সৈয়দ সুলতান আহমেদ।

তিনি বলেন, শুধু নিজের অধিকার নয়, অন্যের অধিকার বজায় রাখতেও কাজ করতে হবে। এগিয়ে নিতে হবে সমাজকে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি কল্পনা আক্তার বলেন, কর্মস্থলে নিরাপত্তাসহ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

করপোরেট প্রতিষ্ঠানে ইউনিয়নের হাওয়া লেগেছে জানিয়ে তিনি বলেন, এদেশ সামনের দিকে কীভাবে চলবে তা আমরাদেরই নির্ধারণ করতে হবে।

জিপিইইউ’র আইনজীবী সেলিম আহসান খান বলেন, ঐক্যবদ্ধ না থাকলে আমাদের অস্তিত্বই থাকবে না।

গ্রামীণফোনের প্রকৌশলীদের সংগঠন জিপিআইটিইইউ’র সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, আমাদের উপর ১০ ঘণ্টা কাজের সময়সীমা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আট ঘণ্টা কাজের দাবিতে আমরা জয়ী হবো।

রবি টেলিকমের শাহ আহসান আহমেদ রুশদি বলেন, মালিক-কর্মচারীর মধ্যে ভারসাম্য আনতে হলে বঞ্চিত সাধারণ কর্মচারীদেরই ঐক্যবদ্ধ হতে হবে।

কর্মক্ষেত্রে কথা বলার অধিকার থাকতে হবে জোনিয়ে জিপিইইউ’র আদিবা জেরিন চৌধুরী বলেন, আমাদের আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে।

নৌযান শ্রমিক নেতা আশিকুল আলম বলেন, সাহসের লড়াইয়ে অনেক এগিয়ে আছেন। নিজের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে।

জিপিইইউ’র সদস্যরা একটি পরিবারের সদস্যের মতো একসঙ্গে কাজ করবে বলে জানান সংগঠনের সভাপতি ফজলুল হক।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আখতার, কৃষক নেতা শ্যামল কুমার ভৌমিক, জিপিইইউ’র মঞ্জুরুদ্দোহা, আসিফ ইকবাল, বাংলালিঙ্কের সত্যজিৎ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের নেতা মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত জিপিইইউ’র শতাধিক সদস্য অংশ নেন।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test