E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

১৩ দিন বন্ধ থাকার পর কয়লা আমদানি শুরু

২০১৭ জানুয়ারি ০৫ ১২:৫০:৫৩
১৩ দিন বন্ধ থাকার পর কয়লা আমদানি শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : টানা ১৩ দিন বন্ধ থাকার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিন শুল্ক বন্দর (বড়ছড়া, চারাগাঁও-বাগলী) দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভারতীয় কয়লাবোঝাই ট্রাক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে। এতে বন্দর সংশ্লিষ্ট অর্ধ লক্ষাধিক শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রসঙ্গত, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর থেকে টানা ১৩ দিন বন্ধ ছিল এই তিন বন্দরের কার্যক্রম। তবে দেশের অভ্যন্তরে রাখা আমদানিকৃত কয়লা নৌ-পথে দেশের বিভিন্ন প্রান্তে পোঁছানো অব্যাহত ছিল।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কোষাধ্যক্ষ জাহের আলী ও জেলার তিনবারের শ্রেষ্ঠ করদাতা আমদানিকারক মোসতাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test