E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুরু হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৫:৫৪:৫৫
শুরু হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭।

এ মেলায় বিশ্বের ১৪টি দেশ অংশ নেবে। সোমবার দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জসিম উদ্দিন।

জসিম উদ্দিন জানান, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের ১২তম মেলা এটি।

এ মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৪৫০টি স্টল অংশ নেবে। মেলায় দেশীয় ১৫টি ক্যাটাগরিতে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের মধ্যে প্লাস্টিক হাউজ আইটেমস, প্যাকেজিং ম্যাটারিয়েলস, প্লাস্টিক মাউল্ড, ট্রয়স আইটেম, ফার্মাসিটিক্যাল আইটেমস, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন আইটেমস, গার্মেন্টস এক্সসোসরিজ আইটেমস, পিপি ওভেন ব্যাগ প্রভৃতি উল্লেখযোগ্য।

তিনি বলেন, এ মেলায় বিভিন্ন দেশ থেকে আসা প্রতিষ্ঠানসমূহ অনেক ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগসমূহ প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় ব্যাপক অবদান রয়েছে। প্লাস্টিক মেলার মাধ্যমে পণ্যের পরিচিতি, নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে। বাড়ছে ভোক্তা সাধারণ। এ পণ্য দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি হচ্ছে। দেশের উল্লেখযোগ্য সেক্টরের মধ্যে প্লাস্টিক একটি অন্যতম সেক্টর।

আগামী দিনে প্লাস্টিকের ব্যবহার পাঁচ কেজি থেকে বেড়ে হবে ৫০ কেজি এবং রফতানিও কয়েকগুণ বৃদ্ধি পাবে। তবে, আমরা এ খাতকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।

বুধবার দুপুর ১২টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test