E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম-ব্যাংকক রুটে থাই স্মাইল এয়ারওয়েজের ফ্লাইট শুরু আজ সন্ধ্যায়

২০১৭ মার্চ ২৬ ১২:৫১:৫৫
চট্টগ্রাম-ব্যাংকক রুটে থাই স্মাইল এয়ারওয়েজের ফ্লাইট শুরু আজ সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-ব্যাংকক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে থাই এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান থাই স্মাইল এয়ারওয়েজ। আজ সন্ধ্যা থেকে শুরু হবে এর কার্যক্রম। প্রাথমিকভাবে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে।

জানা গেছে, প্রতি সপ্তাহের বুধ, শুক্র ও রোববার চট্টগ্রাম-ব্যাংকক রুটে এই ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে রাত ৮টা ৫৫ মিনিটে হযরতশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আবার রাত ৯টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাত ১টা ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে বিমানটি।

গত ২২ মার্চ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমোদন পায় থাই স্মাইল এয়ারওয়েজ। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এয়ারলাইনসটিকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

থাই স্মাইল এয়ারওয়েজ জানায়, এর আগে সরাসরি যাত্রী পরিবহন করলেও এবার থাই এয়ারের সহযোগী সংস্থা থাই স্মাইল ‘লো কস্ট ক্যারিয়ার’ হিসেবে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করছে। থাই এয়ারওয়েজ ২০০৩ সালে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। সে সময় থাই এয়ারওয়েজই ছিল একমাত্র এয়ারলাইনস, যারা চট্টগ্রাম বন্দরনগরীতে ফ্লাইট পরিচালনা করত। কিন্তু ২০১২ সালের ২৫ নভেম্বর এয়ারলাইনসটি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।

(ওএস/এসপি/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test