E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নতুন ভ্যাট আইনে মূল্যস্ফীতি বাড়বে না’

২০১৭ মে ২০ ২২:৫২:১৫
‘নতুন ভ্যাট আইনে মূল্যস্ফীতি বাড়বে না’

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন ভ্যাট আইনে পণ্য মূল্য বাড়বে না বলে আবারও দাবি করেছে।

শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এ দাবি করেন।

বাংলাদেশ ভ্যাট অনলাইন প্রকল্পের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংবাদকর্মীরা অংশ নেন।

নজিবুর রহমান বলেন, ‘আমরা (এনবিআর) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কতিপয় ব্যক্তি, গোষ্ঠী এবং সংবাদপত্র নতুন অনলাইন ভ্যাট নিয়ে অমূলক ও অসত্য তথ্য প্রচার করছেন। যা জনমনে একটি ভীতির পরিবেশ তৈরি করছে।

‘তারা বলছে- নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি মারাত্মক আকার ধারণ করতে পারে। যা মোটেও সত্য নয়। তারা ভ্যাটের রেয়াত ব্যবস্থাকে বিবেচনা না করেই এমনটি বলছেন।’

তিনি বলেন, যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন ও প্রচার করছেন-হয় ভ্যাট চেইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বা তারা ইচ্ছাকৃতভাবে রেয়াত ব্যবস্থাকে বিবেচনায় না নিয়ে মূল্য বাড়বে বলে প্রচারণা চালাচ্ছেন।

‘প্রকৃত অবস্থা হলো নতুন আইন বাস্তবায়িত হলে ভোক্তা পর্যায় পর্যন্ত মোট করভার কমে যাবে। ’

এনবিআর চেয়ারম্যান জানান, ১৯৯১ সালের আইনের আওতায় বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট আদায় হয়। নতুন আইনের অধীন সকল মূল্য হবে ভ্যাটের অন্তর্ভুক্ত বা ভ্যাট ইনক্লুসিভ। যেমন- বর্তমানে ১০০ টাকার উপর ভ্যাট এক্সক্লুসিভ হিসেবে ভ্যাট হবে ১০০ টাকায় ১৫ শতাংশ অর্থাৎ ১৫ টাকা। নতুন আইনে অন্তর্ভুক্তি হিসেবে ১০০ টাকার মধ্যে ভ্যাট হবে ১০০ টাকায় ১৫/১১৫ অর্থাৎ হবে ১৩.০৪ টাকা।

‘অর্থাৎ নতুন আইনে কার্যকর নিট ভ্যাট কার্যকরী ভ্যাট হার হবে ১৩.০৪ শতাংশ যা বর্তমান ১৫ শতাংশ থেকে প্রায় ২ শতাংশ কম। ফলে সামগ্রিকভাবে নিট ভ্যাটের ভার কম হবে।’

তিনি বলেন, বর্তমানে কতিপয় সেবায় সংকুচিত ভিত্তিমূল্য, কতিপয় পণ্যে ট্যারিফ মূল্য প্রযোজ্য। নতুন আইনে সেসব সেবা বা পণ্যে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হলে মোট ভ্যাট বেশি হবে বলে সাদা চোখে মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়।

(ওএস/এএস/মে ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test