E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু

২০১৭ জুন ০১ ১৪:০১:৪৬
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু

স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

২০১৭-১৮ অর্থবছরের জন্য দেশের এ যাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করছেন আবুল মাল আবদুল মুহিত। এবারের প্রস্তাবিত বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকা।

দেশের ৪৬তম বাজেট হলেও অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের এটা ১১তম বাজেট। এর আগে এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দুটি, নবম জাতীয় সংসদে মহাজোট সরকারের অর্থমন্ত্রী হিসেবে পাঁচটি এবং দশম জাতীয় সংসদের অর্থমন্ত্রী হিসেবে ৪র্থ বাজেট উত্থাপন করছেন তিনি।

বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বাজেট পেশের জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি চান। স্পিকার অনুমতি দিয়ে বলেন, ‘আপনি বসে, দাঁড়িয়ে যেভাবে সুবিধা হয় বক্তৃতা দিতে পারেন।’ এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বসে বসেই পড়ব। মাঝে মাঝে দাঁড়াব, তবে শুরুটা দাঁড়িয়েই করব।’

অর্থমন্ত্রী বক্তব্যের শুরুতে গত মহাজোট সরকারের সময় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমস্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test