E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈদেশিক সহায়তা আদায় সম্ভব : অর্থমন্ত্রী

২০১৭ জুন ০২ ১৬:০৬:৩৮
বৈদেশিক সহায়তা আদায় সম্ভব : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাজেটে বৈদেশিক সহায়তা বেশি ধরা হয়েছে। এটা অনেক বেশি তবে আদায় সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়াতনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছর থেকে আমরা বিপুল পরিমাণ সহায়তা আদায় করছি। পাইপ লাইনে ব্যাপক টাকা রয়ে গেছে। কিন্তু ব্যবহার করতে পারছি না। এর আগে বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী যার আকার চার লাখ ২৬৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাস্তবায়নকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে থাকে। এবার সে আলোচনা (রিভিউ) একটু বাড়াতে হবে। বাজেটে বৈদেশিক সহায়তার হার ধরা হয়েছে ২৭ হাজার কোটি টাকা। বাস্তবে কোনো বছরই এ পরিমাণ টাকা ছাড় করেনি দাতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম প্রমুখ।

(ওএস/এসপি/জুন ০২, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test