E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৪.৭২ শতাংশ

২০১৭ জুন ০৬ ১৫:০৭:৫০
১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৪.৭২ শতাংশ

স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরে ১১ মাসে অর্থাৎ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬৪ দশমিক ৭২ শতাংশ। এ সময়ে মোট ব্যয় হয়েছে ৭৭ হাজার ২০৪ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, গত অর্থবছরে একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬২ শতাংশ। ব্যয় হয়েছিল ৫৮ হাজার কোটি টাকা।

তবে এডিপির কাঙ্খিত বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

২০১৬-১৭ অর্থবছরে এডিপির বরাদ্দ ধরা হয়েছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা। পরে জানুয়ারি মাসে সংশোধনী নির্ধারণ হয় এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।

(ওএস/এসপি/জুন ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test