E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থবিল-২০১৭ সংশোধিত আকারে পাস

২০১৭ জুন ২৮ ২২:৩০:৪৫
অর্থবিল-২০১৭ সংশোধিত আকারে পাস

নিউজ ডেস্ক : বিদ্যমান কর ও শুল্ক হারের পরিবর্তনের বিধান করে আজ বুধবার জাতীয় সংসদে অর্থবিল-২০১৭ সংশোধিত আকারে পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন। বিলটি গত ১ জুন উত্থাপন করা হয়।

বিলে ২০১৭ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান সম্বলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়েছে। এছাড়া বিলে ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে। উত্থাপিত বিলের বিভিন্ন কর প্রস্তাবের ওপর কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়।

সরকারি দলের শহীদুজ্জামান সরকার, হুইপ মো. শাহাবুদ্দিন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মো. নুরুল ইসলাম ওমর, পীর ফজলুর রহমান, নূরুল ইসলাম মিলন, বেগম রওশন আরা মান্নান ও স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব আনেন। এর মধ্যে হুইপ মো. শাহাব উদ্দিন ও শহীদুজ্জামান সরকারের আনা সংশোধনীগুলো গ্রহণ করা হয়। বাকি সংশোধনী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

(ওএস/অ/জুন ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test