E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজস্ব আদায় : গণমাধ্যমকর্মীদের সংগে বসবে এনবিআর

২০১৭ জুলাই ২৫ ১৩:১৯:২২
রাজস্ব আদায় : গণমাধ্যমকর্মীদের সংগে বসবে এনবিআর

স্টাফ রিপোর্টার : রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি এবং চলতি বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার সকাল সাড়ে ১১টায় এ মতবিনিময় সভা সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড’র সম্মেলন কক্ষে (৫ম তলা) অনুষ্ঠিত হবে। সভায় সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করবেন।

এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সাফল্য সাংবাদিকদের সামনে তুলে ধরবে এনবিআর। তবে এর পাশাপাশি চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও কথা বলবেন নজিবুর।

বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে সব মিলিয়ে এক লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে ১৪ দশমিক ০৬ শতাংশ বেশি। আর বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২ শতাংশ বেশি। একে ‘অসম্ভবকে সম্ভব’ বলে অভিহিত করেছিলেন এনবিআর প্রধান।

২০১৫-১৬ অর্থবছরে মূল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। কিন্তু গত এপ্রিল মাসের শেষ দিকে তা কমিয়ে এক লাখ ৫০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

(ওএস/এসপি/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test