E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বর্ণের দাম বৃদ্ধি

২০১৭ জুলাই ২৮ ১২:০৩:১৩
স্বর্ণের দাম বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। শুক্রবার থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৮১৬ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্যে এখন এই পরিমাণ স্বর্ণের দাম ৪৭ হাজার ১২২ টাকা হয়েছে। ২১ ক্যারেটে এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট মানের স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৮ ক্যারেট স্বর্ণের দাম এখন ৩৯ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম ২৫ হাজার ৬৬০ টাকা। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test