E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার রফতানির লক্ষ্যমাত্রা ৪১০০ কোটি ডলার

২০১৭ জুলাই ৩০ ১৬:০৫:৩৪
এবার রফতানির লক্ষ্যমাত্রা ৪১০০ কোটি ডলার

স্টাফ রিপোর্টার : চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৪ হাজার ১০০ কোটি ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ বেশি।

রবিবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অনুমোদন’ সংক্রান্ত সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, গত ২০১৬-১৭ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১২ কোটি ৫০ ডলার। এর বিপরীতে অর্জিত হয়েছে ৩ হাজার ৮০০ কোটি ডলার। প্রবৃদ্ধির হার হচ্ছে ১ দশমিক ৯৯ শতাংশ।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test