E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সব কার্ডে বিশেষ চিপ ও পিন যুক্ত করতে হবে

২০১৭ আগস্ট ২৫ ১২:৫২:০৯
সব কার্ডে বিশেষ চিপ ও পিন যুক্ত করতে হবে

নিউজ ডেস্ক : নিরাপত্তা নিশ্চিতের জন্য ২০১৮ সালের জুনের মধ্যে ডেবিট বা ক্রেডিট কার্ডে বিশেষ চিপ ও পিন যুক্ত করতে হবে। এছাড়া এটিএম বুথে দৈনিক লেনদেনের কমপক্ষে এক বছরের পুরোনো ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। বন্ধ এটিএম অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে চালু করতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এসব নির্দেশনা দিয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে আরো বলা হয়, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেন করতে হবে। এছাড়া কার্ডের লেনদেনের সব তথ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

এছাড়া গাভি কেনায় স্বল্প সুদের ঋণ বিতরণ বাধ্যতামূলক করে বৃহস্পতিবার আরেকটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে কৃত্রিম প্রজনন ও দুগ্ধ উৎপাদনে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে সরকার। খামারিরা মাত্র ৫ শতাংশ সুদে ওই তহবিল থেকে ঋণ নিতে পারছে। ওই তহবিলের টাকা গত বছরের ডিসেম্বরের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু ব্যাংকগুলোর অনীহার কারণে জুন পর্যন্ত ৮৩ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তহবিলের সব টাকা বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, পুষ্টি চাহিদা ও আমদানিনির্ভরতা কমিয়ে দুধের চাহিদা পূরণে এই তহবিল গঠন করা হয় ২০১৫ সালের জুনে। এই তহবিলের মেয়াদ ৫ বছর। তবে গ্রাহকরা ঋণ পাবে ৩ বছর মেয়াদি।

(ওএস/এসপি/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test