E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সূচকের সঙ্গে লেনদেন বেড়ে সপ্তাহ শুরু

২০১৭ আগস্ট ২৭ ১৬:০৩:৩২
সূচকের সঙ্গে লেনদেন বেড়ে সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয় বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩০ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ১২ লাখ টাকা। অপর বাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ৫২ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স’র ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের বড় উত্থানেই লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুটি মূল্য সূচক। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএসই শরিহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩০ কোটি ২২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৮২ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ১২ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার। এদিন কোম্পানির ৪৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৪৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৬২ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস।

লেনদেনে এরপর রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, এসিআই, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৮ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৬২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১৫টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

(ওএস/এসপি/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test