E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সময়ের দাবি

২০২০ অক্টোবর ০৫ ১৫:০১:৫২
সময়ের দাবি

আবীর আহাদ


আমরা মুক্তিযোদ্ধারা আমাদের সীমাহীন শৌর্য বীর্য ত্যাগ ও বীরত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ঘরে ফিরে গেলাম, আর সেই মুক্তিযুদ্ধের রক্তস্নাত পবিত্র দেশের মাটিতে কোথাকার কোন দরবেশ লোটাস সম্রাট খান কাজী বদি তারেক মামুন ফালু বাচ্চু মিঠু ভূঁইয়া জিকে পাপিয়া শাহেদ সাবরিনাসহ যে মাফিয়া ডন, ভুয়া মুক্তিযোদ্ধা ও সাম্প্রদায়িক ধর্মান্ধ অপশক্তি অবাধে লুটপাট চালিয়ে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে----মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করে চলেছে, তাদেরকে আর কোনো অবস্থাতেই ছাড় দেয়া যাবে না । সেই সাথে এই মাফিয়া, ভুয়া মুক্তিযোদ্ধা ও ধর্মান্ধচক্রের পৃষ্ঠপোষক, আশ্রয় ও প্রশ্রয়দাতা স্বার্থান্ধ রাজনৈতিক দুর্বৃত্তদেরও ক্ষমা নেই ।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সচেতন সৎ ত্যাগী ও জাগ্রত বিবেকবান সাহসী মানুষদেরকে আজ একজোট হয়ে ঐসব স্বার্থবাদী সংকীর্ণমনা অপরাজনৈতিক শক্তি এবং উদগ্র লুটেরা মাফিয়াচক্রকে চিরতরে উৎখাত করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে । এটাই সতেরো কোটি মানুষের দাবি । এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবি । এটা সময়ের দাবি ।

লেখক :চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test