E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি বাহার ও মেয়র ফয়সাল সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্য থাকা উচিত

২০২৩ অক্টোবর ১৫ ১৫:১৬:৫৪
এমপি বাহার ও মেয়র ফয়সাল সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্য থাকা উচিত

শিতাংশু গুহ


এমপি সাহেব, কাজটা আপনি ভাল করেননি। ঐক্য পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে আপনি নিজের স্বার্থে ছাত্রলীগ-যুবলীগকে ব্যবহার করেছেন। দোহাই দিয়েছেন, শেখ হাসিনা’র! আপনি ইতিহাস সৃষ্টি করলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দুদের অনেক অভিযোগ আছে, আপনি সেটাকে সংঘাতের পর্যায়ে নিয়ে গেলেন। ভোটে জিতে এমপি হলে এমনটি করতে সাহসী হতেন না? অভিযোগ আছে, ২০২১-এ কুমিল্লায় দুর্গা পূজায় মৌলবাদী হামলায় আপনার ‘যোগসাজস’ আছে, অস্বীকার করতে পারেন? 

ঐক্য পরিষদ চায়না সামনের নির্বাচনে আওয়ামী লীগ আপনাকে মনোনয়ন দিক, ধারণা করি, আপনি মনোনয়ন পাবেন না? ভুলে যাওয়া ঠিক না, চট্টগ্রামের হিন্দুরা মেয়র মহিউদ্দিনকে হারিয়েছিলো। আওয়ামী লীগ যদি এরপরও আপনাকে মনোনয়ন দেয়, এবং যদি ভোট হয়, তাহলে নিশ্চিত থাকতে পারেন, হিন্দুরা এবার আপনাকে ভোট দেবে না। ঐক্য পরিষদ বারবার দাবি জানাচ্ছে, যাঁরা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত তাঁদের যেন মনোনয়ন দেয়া না হয়? এমপি সাহেব, আপনার নামটি সেই কালো তালিকায় ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে।

আসলে মানুষ বেশিদিন তাঁর সত্যিকার পরিচয় লুকাতে পারেনা, কখনো না কখনো ‘আসল পরিচয়’ বেরিয়ে পড়ে। কুমিল্লার বাহাউদ্দিন বাহার এমপি এবং মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে হিন্দুদের ক্ষোভ ও স্পষ্ট অবস্থান আওয়ামী লীগকে বিবেচনায় রাখতে হবে বৈকি। কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের বক্তব্য আমরা শুনেছি। জানি এমপি সাহেবের দাপটে বাঘে-হরিনে এক ঘটে জল খায়! আমরা শ্যামল ভক্ত দেখেছিলাম এমপি সেলিম ওসমানের পক্ষে বিবৃতি দিতে! তাতেও কিন্তু জাতি একজন শিক্ষকের ‘কানধরে’ ওঠাবসার কথা ভুলেনি।

এমপি বাহার এরআগে মদ খেয়ে দুর্গাপূজা না করার কথা বলেছেন। হুজুররা ফতোয়া দেন্, আজকাল এমপি’রা ফতোয়া দেয়া শুরু করলে হুজুরদের ভাত মারা যাবে। এমপি সাব, দেশটাকে তো ‘খাইয়া ফালাইছেন’, হুজুরদের ভাত মাইরেন না? সদ্য আপিল বিভাগের একজন বিচারকের মন্তব্য এত তাড়াতাড়ি ভুলে গেলেন? প্রধান বিচারপতি তাঁকে ডেকে শাসালেও জাতি তো জানে আপনার মত এমপি’রা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এমপি সাহেব, মাদ্রাসায় বলাৎকার নিয়ে কিন্তু আপনার কোন বক্তব্য ছিলোনা।

দেশে এ সময়ে যে দুর্যোগ, এজন্যে এমপি বাহার ও মেয়র ফয়সালের মত নেতারা কম দায়ী নন, দলে এঁরা বহাল থাকলে দুর্যোগ আরো ঘনীভূত হবে বৈকি। ওবায়দুল কাদেরের সংজ্ঞামতে হয়তো এদের বলা হয়, ‘কাউয়া’, আওয়ামী লীগে ‘কাউয়া-মুক্ত’ দল গঠনের দাবি দীর্ঘদিনের। সবচেয়ে কঠিন প্রশ্নটি হচ্ছে, এমপি সাহেব ব্যক্তিস্বার্থে যুবলীগ ও ছাত্রলীগকে ব্যবহার করলেন কেন? এতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এঘটনা ইতিমধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে গেছে।

এ দু’জনের সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্য থাকা উচিত। ইতিমধ্যে ঢাকায় শাহবাগে ঐক্য পরিষদ ৪৮ঘন্টা অবরোধ পালন করেছে। ‘বল’ এখন আওয়ামী লীগের কোর্টে। সরকারি দলকে এর অবস্থান পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগকে বুঝতে হবে এমপি বাহার ও মেয়র ফয়সালের মত নেতারা এখন দলের বোঝা, যারা শেখ হয়না’র মাথায় কাঁঠাল ভেঙ্গে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্যত। এঁরা বাদ যাক, নুতন নেতৃত্ব আসুক।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test