E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনৈতিক জটিলতা : হিরো আলমের কথা শুনছি না 

২০২৩ নভেম্বর ০৬ ১৬:১৩:০৫
রাজনৈতিক জটিলতা : হিরো আলমের কথা শুনছি না 

শিতাংশু গুহ


নির্বাচন ঘনাচ্ছে, জটিলতা বাড়ছে। দেখেশুনে মনে হচ্ছে, সরকার চাইলেও যে নির্বাচন শান্তিপূর্ণ হবে তা বলা যায় না। সকল পক্ষ এটি চাইতে হবে? একইভাবে নির্বাচন কমিশন চাইলেও ভোট অবাধ ও সুষ্ঠূ হবে এমন থিওরী সত্য নয়, কারণ প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে ‘বিনা-ভোটে’ জয়ের একটি প্রবণতা গড়ে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপিকে এবার দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে? কারণ দেশের চাইতেও ক্ষমতার প্রেম তাঁদের বেশি। প্রয়াতঃ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ‘বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়েনা’। আমেরিকা কিন্তু একবার ধরলে সহজে ছাড়েনা।

বিদেশমন্ত্রী ক’দিন আগে বলেছেন, মনে হচ্ছে খুব একটা কঠিন সময় আসছে, তিনি পঁচাত্তরের প্রসঙ্গ টেনেছেন। আইনমন্ত্রী বলেছেন, বিএনপি-জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ থাকবে না, আমিও থাকবো না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়, তবে মার্কিন হস্তক্ষেপ জরুরী। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ করে দেবে। অবাক কান্ড যে, এ সময়ে হিরো আলম কিছু বলছেন না, পুলিশ তাঁকে কি ‘ডোজ’ দিয়েছে কেজানে? এমনকি পরীমনি একদম চুপচাপ!

এরশাদ আমলে আসম রব বিরোধী দলীয় নেতা ছিলেন, তাঁকে মানুষ আদর করে ‘গৃহপালিত’ বলতে পছন্দ করতো। কিন্তু রওশন এরশাদকে কেউ ‘গৃহপালিত’ বলে না? অধুনা জাতীয় পার্টিতে রক্তপাতহীন দলীয় অভ্যুত্থান হয়েছে বলে পরস্পর বিরোধী সংবাদ বেরিয়েছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা বলা মুশকিল! তবে ‘‘জিএম কাদের দিল্লি গেলেন, দিল্লি তাকে কি জানি কি করিয়া ছাড়িয়া দিলো, তিনি ‘বোবা’ হইয়া গেলেন’’। এমিলি এমপি বলেছেন, ‘নৌকায় ভোট না দিলে আল্লাহ’র কাছে ধরা থাকবেন’। আরে ভাই, ভোট দেয়ার সুযোগ দিলে তো ভোট দেবো!

২রা নভেম্বর ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন রাজনৈতিক ডামাডোলের মধ্যেই চলে গেলো, খুব একটা কেউ স্মরণ করলো না, হিন্দু’র কথা ‘মনে কইরা’ লাভ কি? আগষ্ট মাসে ‘জজ মিয়া’ কাহিনী জাতির সামনে ঠিকই ভেসে উঠেছে, কিন্তু নিরাপরাধ শৈবাল সাহা পার্থ’র নাম কেউ নেয়নি। ভারত ৬১৫ কোটি রুপি খরচ করে চাঁদে গেছে। বাংলাদেশ ৯৪৩৫ কোটি টাকায় ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স তৈরী করেছে। যে দেশে বিজ্ঞান পড়ানোর জন্য শিক্ষকের গলায় জুতার মালা পরানো হয়, সেদেশে ‘‘হাফপ্যান্ট পরে ফুটবল খেলিস, লজ্জা-শরম নাই’’ - ডায়লগই উত্তম নয়কি!

নেটফ্লেক্সে ‘খুফিয়া’ ম্যুভিটি দেখেছি। ছোট্ট একটি চরিত্রে বাংলাদেশের বাঁধন ভালোই করেছেন। জানতাম না যে, বাঁধন বাংলাদেশের মেয়ে। মিডিয়ায় দেখলাম, খুফিয়া সিনেমায় তুমুল সমালোচনায় বাঁধন। কেন তিনি সমালোচিত? ছবিটি মূলত: আইএসআই এজেন্ট বাংলাদেশের ডিফেন্স মিনিষ্টারকে হত্যা প্রচেষ্টার গল্প। বাঁধন হয়তো মন্ত্রীর সাবেক প্রেমিকা, তিনি প্রতিশোধ নিতে ‘র’-এর সাহায্য নেন? এক পার্টিতে পারফিউম দিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করে নিজেই মন্ত্রীর হাতে নিহত হ’ন। ম্যুভি তো ম্যুভিই, এখানে দেশপ্রেম-ট্রেমের কোন ব্যাপার নেই? তাহলে বাঁধন সমালোচিত কেন? কারণ সম্ভবত: বাঁধন লেসবিয়ান, ম্যুভিতে এমত একটি দৃশ্য আছে! যাঁরা মাদ্রাসায় বলাৎকারের পক্ষে তারা লেসবিয়ানদের সহ্য করবেন কেন? তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে বাঁধন-র অভিনয় ভাল হয়েছে। ৫ই নভেম্বর ২০২৩।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test