E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেসব আসনে ঈগলের ছোবল ও ট্রাকের ধাক্কা খেতে পারে নৌকা

২০২৪ জানুয়ারি ০১ ১৬:৪০:৩০
যেসব আসনে ঈগলের ছোবল ও ট্রাকের ধাক্কা খেতে পারে নৌকা

রিয়াজুল রিয়াজ


বিএনপি ও তাদের সমমনা দলগুলো নির্বাচন বয়কট করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের মধ্যে একটি বড় অংশের ভয় 'ঈগল' ও 'ট্রাক' প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা স্বতন্ত্র প্রার্থীরা। আর এই স্বতন্ত্র প্রার্থীদের কারণে নির্বাচনে বিএনপির অনুপস্থিতির পরও ৭০ থেকে ৮০ টি আসন হারাতে পারেন আওয়ামী লীগ ও নির্বাচনে থাকা অন্য দলগুলোর প্রার্থীরা।

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠা এসব স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে অর্ধশতাধিক বর্তমান ও সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রিসভার সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন।

নির্বাচন কমিশনের প্রার্থী তালিকার তথ্য মতে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩৮২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আছেন। যাদের মধ্যে মধ্যে ২৭৯ জন 'ঈগল' ও 'ট্রাক' প্রতীকে নির্বাচন করছেন। তাদের ১৫৫ জন 'ঈগল' ও ১২৪ জন 'ট্রাক' প্রতীকে লড়ছেন।

আওয়ামী লীগ তাদের দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের মাঠ ওপেন করে দিয়েছে। এবং তৃণমূলের নেতাকর্মীদের উপরেও কোন চাপ বা সাংগঠনিক শাস্তির বিধান না রাখায়, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। যারফলে ওইসব স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যেই ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান তৈরী করে ফেলেছেন। যারা অনেকেই ৭ ই জানুয়ারি নির্বাচনে নৌকাকে হারিয়ে জয় পেতে পারেন।

এসব স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের ৫০-৫৫ জন এবং ট্রাক প্রতীকের ২০-২৫ জন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন যারা নির্বাচন বিজয়ের ব্যাপারে আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রায় ৭০ থেকে ৮০ টি আসন আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থীদের দখলে থাকবে।

যেসব আসনে 'ঈগল' এর ছোবল খেতে পারে 'নৌকা'

সারা দেশে' ঈগল' প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থীরা ৫০-৫৫টি আসনে নৌকাকে হারিয়ে জয় পেতে পারেন! আসনগুলোতে নৌকা প্রতীকের প্রার্থীদের জয় পেতে বেশ বেগ পেতে হবে বলেই মনে হচ্ছে।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজারিত ফরিদপুরের চারটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর 'নৌকা'র মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র হয়ে নির্বাচনে থাকা আওয়ামী নেতাদের 'ঈগল'।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ফরিদপুর-৩ আসনে দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে আজাদের 'ঈগল' হয়ে উঠেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক 'নৌকা'র মূল এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল ছোবল দিতে পারেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নৌকাকে, এবং ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে জেলা আওয়ামী লীগের বানিজ্যিক বিষয়ক সম্পাদক এডভোকেট জামাল হোসেন মিয়ার 'ঈগল' নিয়ে শাহাদাব আকবর লাবু চৌধুরীর 'নৌকা'র বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন।

অপর দিকে, দক্ষিণ বঙ্গের পিরোজপুরের তিনটি আসনেই নৌকা'র মূল প্রতিদ্বন্দ্বী 'ঈগল'। পিরোজপুর-১ আসনে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল 'ঈগল' মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নৌকা'র সঙ্গে। পিরোজপুর-২ আসনে ১৪ দলের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর 'নৌকা'কে চোখ রাঙাচ্ছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের 'ঈগল'। পিরোজপুর-৩ আসনের

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী তার দল জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে 'ঈগল' প্রতীকে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটে লড়ছেন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে 'ঈগল' প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। আসনটিতে নৌকা'কে হারিয়ে দিতে পারেন তিনি!

এদিকে এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পটুয়াখালী-৪ আসনে 'ঈগল' নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। নৌকার প্রার্থী মহিবুর রহমানের বিরুদ্ধে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী এতে কোন সন্দেহ নেই।

এভাবে, গুরুত্বপূর্ণ অনেক সংসদ সদস্যই এবার দলের মনোনয়ন না পেয়ে 'ঈগল' প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা হলেন- চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক আহমেদ রবি, বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ ও হিজলা) আসনে পঙ্কজ দেবনাথ, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আব্দুল মজিদ খান, টাঙ্গাইল-৫ আসনে ছানোয়ার হোসেন, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান তুহিন, নওগাঁ-৪ আসনে ইমাজ উদ্দিন প্রামানিক, ঝিনাইদহ-৩ অধ্যাপক নবী নেওয়াজ, যশোর-৪ রঞ্জিত কুমার রায়।

ঢাকা-১৯ আসনে সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ, নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, নরসিংদী-৩ আসনে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, কিশোরগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, টাঙ্গাইল-৩ সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, নেত্রকোনা-৫ আসনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ, কুমিল্লা-৬ (সদর) আসনে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কামরুল হাসান রিপন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, হবিগঞ্জ-৪ আসনে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বরগুনা-১ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার টুকু, ঝালকাঠি-১ মনিরুজ্জামান, জামালপুর-৫ আসনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ সাফায়েতুল ইসলাম, মাদারীপুর-৩ আসনে তাহমিনা বেগম, শরীয়তপুর-২ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী, হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, কুমিল্লা-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাঁদপুর-৩ ও ৪ আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সামছুল হক ভুঁইয়া, সিরাজগঞ্জ-৬ আসনে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু, চুয়াডাঙ্গা-১ আসনে দিলীপ কুমার আগরওয়ালা প্রমুখ। এরা সবাই নৌকা'র শক্ত প্রতিদ্বন্দ্বী এবং ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

যেসব আসনে 'ট্রাক' এর ধাক্কা খেতে পারে নৌকা

আগেই বলেছি, ২০-২৬ আসনে নৌকার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে ট্রাক। ১২৪টি আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২০-২৫টি আসনে ট্রাক প্রতীকের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন, পেয়ে যেতে পারেন জয়ও।

বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য দলের মনোনয়ন না পেয়ে এবার ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা হলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, এবং পাবনা-১ আসনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।

এছাড়া, নাটোরের তিনটি আসনে নৌকার সঙ্গে ট্রাক প্রতীকের জোরালো প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। নাটোর-১ আসনে সাবেক সংসদ সদস্য আবুল কালাম, নাটোর-২ আসনে সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর-৪ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস ট্রাক প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে লড়ছেন।

টাঙ্গাইল-৪ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কুষ্টিয়া-৪ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, বরিশাল-৬ বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, নেত্রকোনা-৩ সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুন্সীগঞ্জ-১ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ট্রাক প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন।

তাছাড়া, ঢাকা-৫ আসনে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা-১৪ আসনে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, ঢাকা-১৮ আসনে এস এম তোফাজ্জল হোসেন, গাজীপুর-৫ আসনে সাবেক সংসদ সদস্য আখতার উজ্জামান, সিলেট-৩ আসনে শামুল হক চৌধুরী, নোয়াখালী-৪ শিহাব উদ্দিন শাহিনও নৌকার মূল প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন ট্রাক প্রতীক নিয়ে।

এদিকে, গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিরুদ্ধে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর কন্যা ফারজানা রাব্বী বুবলী, রাজশাহী-১ আসনে নৌকার বিরুদ্ধে লড়ছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি, রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কৃষক লীগ নেতা বিশ্বনাথ সরকার বিটু।

উপরোক্ত সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা'কে স্বতন্ত্র প্রার্থী'র 'ট্রাক' দিয়ে ধাক্কা দিতে যাচ্ছেন। অর্থাৎ, এসব আসনে নৌকা'র সাথে হচ্ছে যাচ্ছে ট্রাক মার্কার তীব্র লড়াই। ৭ জানুয়ারি ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের দখলে যেতে পারে প্রায় ৭০ থেকে ৮০ টি আসন।

লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test