E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীর ফয়জুল হকের পি.এইচ.ডি ডিগ্রি অর্জন

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৭:১৬:০৩
গৌরনদীর ফয়জুল হকের পি.এইচ.ডি ডিগ্রি অর্জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘হাছন রাজা : জীবন ও সাধনা’ গবেষণায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়জুল হক পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮৮তম সিন্ডিকেট সভায় তাঁর ডিগ্রি অনুমোদন দেয়া হয়। তাঁর গবেষণার বিষয় ছিল ‘হাছন রাজা: জীবন ও সাধনা’ এবং তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুর রহিম।

তাঁর গবেষণায় সিলেটের মাটি ও মানুষের কথা ফুটে উঠেছে। মো. ফয়জুল হক বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের মাস্টার মো. আবুল বাশার ও নূরজাহান বেগমের দ্বিতীয় মেঝ ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা কে এম মোয়াজ্জেম হোসেনের মেয়ে জামাতা। উল্লেখ্য, মো. ফয়জুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফাস্ট অধিকার করে শিক্ষাজীবন সমাপ্ত করেন। ২০০৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন তিনি।

(টিবি/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test