E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোপালগঞ্জ হাসপাতালে কিডনীর ডায়ালাইসিস কার্যক্রম শুরু

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৪:৫৮:৪১
গোপালগঞ্জ হাসপাতালে কিডনীর ডায়ালাইসিস কার্যক্রম শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কিডনীর ডায়ালাইসিস শুরু হয়েছে। আজ বুধবার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ কার্যক্রমটি শুরু হয়। খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মনিমোহন সাহা ও সেখানকার ইউরোলজি বিভাগের একটি টীম এসে গোপালগঞ্জে এ কার্যক্রমটি শুরু করেন।

এসময় সিভিল সার্জন মো. সিরাজুল ইসলাম এবং এ কার্যক্রমের উপর প্রশিক্ষণপ্রাপ্ত ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. অমৃত লাল বিশ্বাস, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসিত মল্লিকসহ অন্যান্য ডাক্তার ও নার্সগণ সেখানে উপস্থিত ছিলেন।

ডায়ালাইসিস সেকশনের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবকিছু বুঝিয়ে দিয়ে খুলনার টীমটি ফিরে যাবেন। উল্লেখ্য, পদ্মার এপারে এই ডায়ালাইসিস সুবিধা এতোদিন শুধুমাত্র খুলনাতে ছিল।

এখন থেকে গোপালগঞ্জেও কিডনীর এ ডায়ালাইসিস করা হবে। এ জন্য ওই সেকশনে অন্তত ৬টি আধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

(এমএইচএম/এএস/সেপ্টেস্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test