E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

২০১৬ মার্চ ২৫ ১৪:০৩:৪৮
কালিহাতীকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি : বাঙালি জাতিকে বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদেরকে দিচ্ছেন মুক্তি। আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনাকেই তিনটি কারণে নির্বাচিত করবেন। ঘরে ঘরে বিদ্যুৎ ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছানো এবং নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরী করার কারণে।

স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাধীনতার পর বঙ্গবন্ধু নির্মাণ করেছেন হেলথ কমপ্লেক্স, শেখ হাসিনা ক্ষমতায় এসে করেছেন কমিউনিটি ক্লিনিক। পর্যায়ক্রমে সারাদেশের সকল গরিব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আওতায় আনা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গতকাল কালিহাতীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করেন। একই সাথে মন্ত্রী কালিহাতী উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক ভোলা এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. দ্বীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইসরাত সাদমীন প্রমুখ।

এসএসকে’র আওতায় টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও মধুপুর উপজেলায় প্রায় ১ লক্ষ গরিব মানুষকে বিনামূল্যে ঔষধসহ ৫০টি রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি স্বাস্থ্য সেবা কার্ড তৈরি করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটির সচিব আসাদুল ইসলাম। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধন শেষে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আর.এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় মোহাম্মদ নাসিম বক্তব্য প্রদান করেন।


(আরকেপি/এস/মার্চ২৫,২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test