Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বরিশালকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা

২০১৬ মে ০৫ ১৫:৪৪:৩১
বরিশালকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করা হয়েছে বরিশালকে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসন ও সম্মিলিত নাগরিক সমাজ বরিশালের আয়োজনে সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠান।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। বিষেশ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশিনার (অতিরিক্ত সচিব) বীর মুক্তিযোদ্ধা মো. গাউস, রেঞ্জ ডিআইজি মোঃ হুমায়ুন কবির পিপিএম বার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ লুৎফর রহমান মন্ডল, পুলিশ সুপার এস.এম আক্তারুজ্জামান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক, সম্মিলিত সাংস্কিতিক জোটের সভাপতি এ্যাডভোকেট এস.এম ইকবাল। র‌্যালী ও আলোচনা সভায় বরিশালের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ ১০টি উপজেলর সরকারি ও বেসরকারী কর্মকর্তা, এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।

(টিবি/এএস/মে ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test