E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগাতিপাড়ার ইউপি চেয়ারম্যান স্বর্ণপদকে ভূষিত

২০১৪ এপ্রিল ০৮ ১৮:০৮:৫৫
বাগাতিপাড়ার ইউপি চেয়ারম্যান স্বর্ণপদকে ভূষিত

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘ওসমানী স্বর্ণপদক পেয়েছেন। স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) তাঁকে এ পদক প্রদান করে। গত ৪ এপ্রিল ঢাকার সেগুন বাগিচার শিল্পকলা একাডেমীর স্কাইমুন চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে স্বাবাসের সভাপতি শাহ আলম চুন্নু’র সভাপতিত্বে এপিলেট ডিভিশনের বিচারপতি জয়নুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন। নয়েজ মাহমুদ এনিয়ে তিনটি স্বর্ণপদকে ভূষিত হন। এর আগে হাজী মুহম্মদ মহসীন স্মৃতি সংসদ কর্তৃক সমাজসেবায় দানবীর হাজী মুহম্মদ মহসীন স্বর্ণপদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা খান ফাউন্ডেশন কর্তৃক একই বিষয়ে একুশে স্মৃতি স্বর্ণপদক লাভ করেন।

২০১১ সালে ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর ২০১১-১২ অর্থ বছরে নয়েজ মাহমুদ নাটোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন এবং ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাঁকে জেলা প্রশাসন ২০১৩-১৪ অর্থ বছরের বর্ষসেরা চেয়ারম্যানের সম্মাননা প্রদান করে। এছাড়াও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলার চক গোয়াশ গ্রামের মৃত বছের উদ্দিনের ছেলে।
(এমআর/এএস/এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test