E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘নিরাপদ খাবার অধিকার সবার’

২০১৪ জুন ২৮ ২১:৫৩:২৮
‘নিরাপদ খাবার অধিকার সবার’

‘নিরাপদ খাবার অধিকার সবার’ এ স্লোগান নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে দেশের সর্ববৃহৎ খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। গত ১৬ জুন থেকে দেশের সাতটি বিভাগে রোড শো, গান ও কৌতুকের মাধ্যমে সচেতনতামূলক তথ্য সবার উদ্দেশ্যে উপস্থাপন করছে।

বর্তমানে ফল উৎপাদনকারী, আড়তদার ও ব্যবসায়ীগণ বিভিন্ন ফলমূলে কীটনাশক ও কেমিকেল মেশানোর ফলে সাধারণ জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাই প্রাণ-আরএফএল গ্রুপ সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টির জন্য এই কার্যক্রম পরিচালনা করছে।

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় গম্ভীরা দলের মাধ্যমে এসব তথ্য সাধারণ ভোক্তা ছাড়াও কৃষক, আড়তদার ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ দেশের অন্যান্য গণমাধ্যমে জনসচেতনতামূলক বিভিন্ন তথ্য প্রকাশ ও প্রচার করছে। প্রাণ এর এই জনসচেতনতামূলক কার্যক্রম চলবে পুরো জুন মাস ব্যাপী।

(ওএস/এস/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test