E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিপজলের অস্ত্রোপচার আজ

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৬:০৮:৪৮
ডিপজলের অস্ত্রোপচার আজ

স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন। শারীরিক সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক সমিতির সহসভাপতি মনতাজুর রহমান আকবর।

তিনি জানান, ‌‘ডিপজল সাহেবকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে। এইসব মিথ্যে খবর দেখে দেখে সাংবাদিক ভাইয়েরা বিভ্রান্ত হচ্ছেন। তারা সর্বক্ষণ খোঁজ নিচ্ছেন কেমন আছেন ডিপজল সাহেব। সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি ডিপজল সাহেবের সঙ্গে। উনার সঙ্গে মেয়ে ওলিজা ও স্ত্রী জবা ও ছোট পুত্র, মেয়ের স্বামী আগেই গিয়েছেন। বর্তমানে তাদের পাশে আছেন আমাদের প্রিয় অভিনেতা ও শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ভাইও।’

ডিপজল অভিনীত সর্বশেষ ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’র এই নির্মাতা আরও বলেন, ‘সাচ্চু ভাই জানিয়েছেন আজ (সোমবার, ২৫ সেপ্টেম্বর) ডিপজল ভাইকে এনজিও গ্রাম করা হবে। দুপুরে হবে অস্ত্রোপচার।’

ডিপজল কন্যা ওলিজা মনোয়ারও নিজের ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন বাবার সঙ্গে। সেখানে তার মা ও ছোট ভাইকেও দেখা গেছে। ছবিগুলো তিনি তুলেছেন ডিপজলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার আগ মুহূর্তে। তিনি মনোয়ার পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সেইসঙ্গে আলাপকালে বলেছেন, ‘দুদিন ধরে বাবার মৃত্যুগুজব ছড়ানো হচ্ছে চারপাশে। এটা খুব বিরক্তিকর ও বিব্রতকর। প্লিজ কেউ এটা করবেন না। কেউ কোনো বিভ্রান্তি মূলক কিছু ছড়াবেন না। দোয়া করবেন বাবা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

গত মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ার হোসেন ডিপজল। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে পানি জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test