E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুরু হচ্ছে ৬ দিনের যুব নাটোৎসব

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১০:১৩:২৮
শুরু হচ্ছে ৬ দিনের যুব নাটোৎসব

স্টাফ রিপোর্টার : সম্ভাবনাময় প্রজন্মকে সংস্কৃতিমনষ্ক করে তোলার প্রত্যয় নিয়ে পিপলস থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)’র আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একডেমির সহযোগিতায় শুরু হতে যাচ্ছে ‘৬ষ্ঠ জাতীয় যুবনাট্য উৎসব ২০১৭’।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন হলে ছয় দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উৎসবে সারাদেশের প্রায় ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ১৮টি যুব নাট্যদল অংশগ্রহণ করবে। উৎসবে নাট্য প্রদর্শনীর পাশাপাশি কর্মশালা, ক্লাউন শো, থিয়েটার গেমস্, পারফর্মেন্স আর্ট, ইলাস্ট্রেশন আর্ট, সংবাদপত্রের সংবাদভিত্তিক (ইম্প্রোভাইজ) নাটকসহ ১ অক্টোবর ‘যুব সাংস্কৃতিক কংগ্রেস’ এর আয়োজন করা হয়েছে।

গত ২৭ বছর যাবত পিপলস থিয়েটার এসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের ২৬২টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই এসোসিয়েশনের অন্তর্ভুক্ত। ১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে। এরইমধ্যে পাঁচটি যুব নাট্যোৎসব ও ১৩টি শিশু-কিশোর নাট্যোৎসবের আয়োজন করেছে।

দেশের শিশুনাট্য ও যুবনাট্য আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিশেষ করে শিশু নাটককে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিটিএভুক্ত জার্মানি, জাপান, কিউবা, তুরষ্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি দল আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।

এবারের উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে নাট্য প্রদর্শনী শুরু হবে। ৩০ সেপ্টেম্বর ২০১৭ জাতীয় নাট্যশালায় ১টি নাটক মঞ্চস্থ হবে এবং প্রতিদিন স্টুডিও থিয়েটার হল ও জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৫টি করে নাটক প্রদর্শিত হবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test