E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

৩ দশক পর সৌদি চ্যানেলে নারী শিল্পীর গান!

২০১৭ অক্টোবর ০৫ ১৪:১৯:৫১
৩ দশক পর সৌদি চ্যানেলে নারী শিল্পীর গান!

বিনোদন ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে নিষিদ্ধ ছিলো নারী শিল্পীদের গানের প্রচার। অবশেষে দীর্ঘ তিন দশক পর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে প্রচার হলো এক নারীর গান পরিবেশনার দৃশ্য। তবে যে শিল্পীর গান প্রচার হয়েছে তিনি পৃথিবীতে নেই। তার নাম উম্মে কুলতুম।

দ্য নিউ আরব নিউজ জানিয়েছে, আরবের মানুষ ৩০ বছর পর আবারও শুনল তাদের প্রিয় শিল্পীর গান, দেখলো তার চেহারাও। কট্টর ধর্মীয় অনুশাসনের কারণে এতদিন তিনি নিষিদ্ধ ছিলেন চ্যানেলটিতে। চলমান নিষেধাজ্ঞা সত্তেও চ্যানেলটিতে তার সংগীত সম্প্রচার করা দেশটির সাম্প্রতিক ধর্মীয় সামাজিক সংস্কারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

উম্মে কুলতুম ইব্রাহীম-মধ্যপ্রাচ্যের এ বিখ্যাত নারী শিল্পী ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন মিশরে এবং ১৯৭৫ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পুরো আরব বিশ্বে তিনি কিংবদন্তী নারী সংগীতশিল্পী হিসেবে পরিচিত। আরবে গত শতাব্দীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী শিল্পী হিসেবে বিবেচনা করা হয় তাকে।

গত মঙ্গলবার সুকণ্ঠী এ গায়িকাকে উৎসর্গ করে তার কনসার্টের একটি ভিডিও সম্প্রচার করে সৌদি চ্যানেল আল-থাক্বাফিয়া। সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতির আদেশ জারির পরপরই নারী শিল্পীর সংগীত প্রচার হল রাষ্ট্রীয় চ্যানেলে। বিষয়টিকে আরবের নাগরিকরা ইতিবাচকভাবেই নিচ্ছেন।

দ্য নিউ আরব নিউজ জানায়, অশ্লীল সংগীত কথা ও শারীরিক অঙ্গভঙ্গি মুক্ত গান নিয়ে ভবিষ্যতে অন্যান্য বিশিষ্ট নারী সংগীত শিল্পীদেরও ফিরিয়ে আনা হবে টেলিভিশনের পর্দায়।

১৯৭৯ সালে মক্কার ক্বাবাকে ঘিরে গ্র্যান্ড মসজিদ দখল করে নিয়েছিল চরমপন্থী বিদ্রোহীরা, এ ঘটনার সময় টেলিভিশনে নারী সংগীত শিল্পীদের নিষিদ্ধ করে সৌদি সরকার। যার মাধ্যমে সৌদি সমাজে উদারনৈতিক সংস্কৃতির বিস্তার হচ্ছিল বলে ধরে নেয়া হয়েছিল।

ইসলামের কঠোর ওয়াহাবী ব্যাখ্যা কিছু ধরণের সংগীত নিষিদ্ধ করেছে। ধর্মীয় কট্টরপন্থীদের চরম বিরোধিতা সত্ত্বেও সৌদি সরকার নাগরিকদের জন্য মিউজিক কনসার্টসহ ধীরে ধীরে কিছু বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে। তবে দেশটিতে এখনো সিনেমা হল ও থিয়েটার প্রদর্শনী নিষিদ্ধ।

(ওএস/এসপি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test