E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ফুটেজ নয়, ফিল্মের সঙ্গে থাকতে চাই’

২০১৭ অক্টোবর ০৭ ১৫:৩৮:৪০
‘ফুটেজ নয়, ফিল্মের সঙ্গে থাকতে চাই’

স্টাফ রিপোর্টার : ‘তিন ঘণ্টার ফুটেজ সবাই বানাতে পারেন। ইনিয়ে-বিনিয়ে তিন ঘণ্টার ফুটেজ কেটেকুটে, জোড়াতালি দিলেই কিন্তু ফিল্ম হয় না। ফিল্ম বানাতে পারেন ক’জন? আমি ওইসব ফুটেজের অংশ হতে চাই না। আমি ফিল্মের সঙ্গে থাকতে চাই। ‘ফিল্ম’ মানে ঢাকা অ্যাটাকের মতো ছবি। অনেক ছবির অফার পাই। ছবির গল্প শুনে আমার কাছে ফুটেজ মনে হয়। তাই কাজ করি না। সে জন্য আমার হাতে ছবির সংখ্যা কম।’

শনিবার এমনটা বলছিলেন চিত্রনায়ক এবিএম সুমন। গতকাল (শুক্রবার) সুমন অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেশজুড়ে ১২২ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবিতে সুমন অভিনয় করেছেন পুলিশের সোয়াট টিমের অফিসারের চরিত্রে। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

সুমন বলেন, ‘বৃহস্পতিবার ঢাকা অ্যাটাকের প্রিমিয়ার দেখেছি। গতকাল দুই শো দেখেছি। সকালে বলায় শো দেখেছে। হাউজফুল ছিল। ৩৮ হাজার টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে এক শোতে। এটি রেকর্ড বলায় যায় সকালের শোতে। এরপর ৩টার শোতে শ্যামলীতে ছবি দেখেছি। ওখানেই হাউজফুল ছিল। ‘ঢাকা অ্যাটাক’ ছবি মুক্তির পর চারদিকে মানুষ ভীষণ প্রশংসা করছেন। একজনও নেগেটিভ মন্তব্য আমার চোখে পড়েনি।’

‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ ছবির এই নায়ক বলেন, ‘আমি পুলিশের সোয়াট টিমের অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে অভিনয় করতে বুঝেছি পুলিশ জীবনের মায়া না করে কতটা রিস্ক নিয়ে অপরারেশনে নামে। পদে পদে মৃত্যুর ঝুঁকি থাকে। তারপরেও তারা কোনো কিছুর পরোয়া করে না। যার জন্য পুলিশের প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেছে।’

‘ছবির একটি দৃশ্য রয়েছে আমার সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু ওই গুলিটি আমার গায়ে লাগতে পারত। তখন কী হত? ঠিক এমনটাই কিন্তু হয় পুলিশের অনেক অপারেশনে। দেখা যাচ্ছে, স্বামী পুলিশ অফিসার হওয়ার জরুরি অপারেশনে রয়েছেন, অন্যদিকে বউ প্রসব বেদনায় কাতরাচ্ছেন। এখানেও এমনটা দেখানো হয়েছে।’

‘অচেনা হৃদয়’ ছবির এই নায়ক বলেন, ‘ঢাকা অ্যাটাক ছবির চিত্রনাট্যকার ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার স্যারের কিছু টিপস নিয়ে তারপর চরিত্রটি উপস্থাপন করি। এছাড়া ছবির নির্মাতা দীপংকর দীপন দাদাও অনেক হেল্প করেছেন। তিনি এমনভাবে গল্পটা বলতে জানেন যেটা শুনলেই মনের মধ্যে গেঁথে যাবে।’

এদিকে, সুমন অভিনীত ‘আদি’ ছবির নির্মাণ কাজ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এই ছবির শুটিং শেষ, কিছুদিনের মধ্যে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে জানা গেছে। এছাড়া সুমনের ‘ভ্রমর’ ছবির শুটিং হয়েছে ত্রিশ শতাংশ। আগামী শীত মৌসুমে সোহেল আরমান পরিচালিত এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test