E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দর্শকের মন ভরাবে ‘পোড়ামন ২’ : সিয়াম

২০১৭ অক্টোবর ১২ ১৩:১৭:৩৬
দর্শকের মন ভরাবে ‘পোড়ামন ২’ : সিয়াম

স্টাফ রিপোর্টার : বিজ্ঞাপন, টিভি নাটক থেকে সিয়াম এখন এসেছেন চলচ্চিত্রে। তার ক্যারিয়ারে প্রথম ছবি ‘পোড়ামন ২’। এই ছবির শুটিংয়ে সিয়াম এখন রয়েছেন মেহেরপুর জেলায়। সেখানকার একটি প্রত্যন্ত অঞ্চলে গেল ২৯ সেপ্টেম্বর থেকে চলছে ‘পোড়ামন ২’ এর শুটিং।

কেমন অভিজ্ঞতা প্রথম চলচ্চিত্রের শুটিংয়ে, জানতে চাইলে মুঠোফোনে সিয়াম বলেন,‌ ‌‘গতকাল বৃষ্টি ছিল। শুটিংয়ে ব্যাঘাত ঘটেছে। বাকি সবকিছুই ঠিক আছে। সিনিয়র শিল্পী আনোয়ারা দাদি, বাপ্পারাজ ভাইয়া, ফজলুর রহমান বাবু ভাইয়া, নাদের চৌধুরী ভাইয়া সবাই মিলে শুটিং করছি। উনাদের কাছ থেকে অনেক সাজেশন পাচ্ছি। দারুণ এক অভিজ্ঞতা। চলতি মাস ভর এখানে শুটিং করবো।’

নাটক ও সিনেমায় কাজে কোনো পার্থক্য মনে হচ্ছে কিনা জানতে চাইলে সিয়াম বলেন, ‘নাটকের শুটিং ছোট পরিসরে হয়, সময় কম লাগে। সেখানে অনেক তাড়াহুড়ো থাকে। আর সিনেমার জন্য যথেষ্ট সময় হাতে থাকে। সেজন্য বেশি গুছিয়ে কাজ করা যায়, অ্যারেঞ্জমেন্ট বেশি থাকে। শান্তি লাগছে কাজ করে। ‘পোড়ামন ২’ কাজটি ভালোভাবে শেষ করার জন্য আমাদের টিমের সবাই কাজ খুব পরিশ্রম করছেন। সবাই নিজেদের সেরা কাজটা উপহার দিচ্ছেন। সবাই ভীষণ ডেটিকেটেড।’

ছবিতে সিয়ামের নায়িকা পূজা। দুজনেই বড়পর্দায় জুটি হিসেবে নবীন। পূজাকে টেনে সিয়াম বলেন, ‘সে তো অনেক মেধাবী শিল্পী। নিজেদের ক্যামিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য আমরা আগেই রিহার্সেল করেছি। যার জন্য কাজ করতে আরো বেশি সুবিধা হচ্ছে। মোটকথা দর্শকদের জন্য ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করে যাচ্ছি। ‘পোড়ামন ২’ ছবিটি দর্শকের মন ভরাবে।’

‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফি। তিনি এর আগে কিছু স্বল্পদৈর্ঘ্য বানিয়ে প্রশংসা পেয়েছেন। তবে চলচ্চিত্র নির্মাতা হিসেবে এটাই তার প্রথম কাজ। নির্মাতা রাফিকে নিয়ে সিয়াম বলেন, ‘পরিচালক রায়হান রাফি এবং আমি দুজনেই নবীন। নতুনদের মধ্যে একটা কাজ সবসময় করে যে, ভালো কাজ কিভাবে করা যায়। আমরা সেটাই করছি। সবসময় বেটার কাজের জন্য তৎপর আছি।’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এ ছবিটি মুক্তির চার বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘পোড়ামন ২’ নির্মাণ করতে যাচ্ছে।

(ওএস/এসপি/অক্টোবর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test