E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সোনমের বিয়ে আগামী বছরেই

২০১৭ নভেম্বর ১২ ১৫:১২:৫২
সোনমের বিয়ে আগামী বছরেই

বিনোদন ডেস্ক : অনেক বিয়ের খবরে এবার জানা গেল বিয়ের পিঁড়িতে বসছেন অনিল কন্যা সোনম কাপুর। খুব শিগগিরই বাগদান পর্ব সেরে ফেলতে চলেছেন বলিউডের নতুন প্রজন্মের এই স্টাইল আইকন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বি টাউনে এখন সেরা গুঞ্জন এটাই।

জানা গেল, আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে আনন্দ আহুজার সঙ্গে বাগদান পর্ব সারবেন সোনম। তার জন্য নাকি ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের নামি দামি সব তারকারা।

এই গুঞ্জনের কারণ কী? ডেইল মিরর সূত্রে জানা গেল, সোনমের সঙ্গে আজকাল আনন্দ আহুজাকে একাধিকবার দেখা গেছে। সেটাও বেশ আন্তরিকভাবেই। অবশ্য বেশ কয়েকবার হৃদয়ঘটিত অবস্থান নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েও চুপ করে আছেন সোনম। নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। তিনি উত্তর দিয়েছেন, এইসবের চেয়ে বর্তমানে শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান সোনম।

‘নীরজা’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন সোনম কাপুর। ওই সময় অনিল কাপুরের সঙ্গেও দেখা যায় আনন্দ আহুজাকে। বর্তমানে ‘বীর দি ওয়েডিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সোনম কাপুর। ওই সিনেমায় সোনমের সঙ্গে রয়েছেন করিনা কাপুর খান এবং স্বরা ভাস্কর।

(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test