E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮২ হলে চলছে ‘হালদা’

২০১৭ ডিসেম্বর ০১ ১৫:১৮:০৫
৮২ হলে চলছে ‘হালদা’

বিনোদন ডেস্ক : নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞতানামা’ ছবিটি গেল বছর ঢাকাসহ সারাদেশে মাত্র নয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ওই ছবিটি প্রশংসিত হলেও কম হলে মুক্তি পাওয়ায় দর্শকরা ঠিকমতো উপভোগ করতে পারেনি। তবে ‘হালদা’র ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। তৌকীর আহমেদের এ ছবিটি সারাদেশে প্রায় ৮২টি হলে মুক্তি পেয়েছে আজ।

‘হালদা’ পরিবেশনা করছে ‘দ্য অভি কথাচিত্র’। প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘৮২টি হলে হালদা মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে আরও কিছু হলে মুক্তি পাবে ছবিটি।'

তিনি বলেন, ‘রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হল, বলাকা, মধুমিতা, রাজমনি, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটোরিয়াম, রানীমহল, গীত, পূনম ইত্যাদি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘হালদা’। আর ঢাকার বাইরে আমরা বেছে বেছে হল দিচ্ছি। যেখানে ছবিটি দর্শকরা ভালোমতো দেখতে পারবেন সেখানেই দিচ্ছি। নইলে গড়পড়তায় হল দিলে ১০০’র বেশি হল দেয়া যেত।’

‘হালদা’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটি।

প্রসঙ্গত, ‘হালদা’ ছবি মুক্তির আগেই এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন ‘হালদা’ ছবির কলাকুশলীসহ আমন্ত্রিত অনেক তারকারা। সবাই ছবিটির প্রদর্শনী শেষে ছবির গল্প বাছাই, চিত্রনাট্য, সংলাপ ও নির্মাণের মুন্সিয়ানার জন্য তৌকীর আহমেেদের প্রশংসা করেন। তারা ছবির অভিনয়শিল্পী জাহিদ হাসান, তিশা ও মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়েরও প্রশংসা করেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test