E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইত্যাদি এবার রমনার বটমূলে

২০১৪ এপ্রিল ১২ ১৭:২০:৫৫
ইত্যাদি এবার রমনার বটমূলে

বিনোদন ডেস্ক, ঢাকা : পহেলা বৈশাখ উপলক্ষে এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে রমনার বটমূলে।

এই অনুষ্ঠানে রাতের রমনার বটমূলের অন্যরকম সৌন্দর্য উপভোগ করবেন দর্শকরা। রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'।

বাংলাদেশের কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি নববর্ষ ও বৈশাখকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এবার 'ইত্যাদি'র দর্শক বাছাই করা হয়েছে বৈশাখ এবং বাংলা সনকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় দ্বিতীয় পর্ব। 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
এবারের পর্বে রয়েছে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা, হানিফ সংকেতের সুরে, রাজেশ ও মেহেদীর সংগীতায়োজনে ফোক সম্রাজ্ঞী মমতাজের গান। টিভি পর্দায় যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল 'ইত্যাদি'র মাধ্যমেই। রয়েছে ওয়াসেক ও তার দল পরিবেশিত একটি দৃষ্টিনন্দন লোকনৃত্য।
(ওএস/এএস/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test