E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধের শিশুতোষ ধারাবাহিকে বন্যা মির্জা

২০১৮ মার্চ ২২ ১৫:১৯:১১
মুক্তিযুদ্ধের শিশুতোষ ধারাবাহিকে বন্যা মির্জা

বিনোদন ডেস্ক : শুধু মাত্র শিশুদের কথা ভেবে নাটক সিনেমা নির্মাণ হয় অনেক কম। ছোটদের দুরুন্ত টেলিভিশন আসার পরেই বেড়েছে ছোটদের জন্য নাটক নির্মাণের সংখ্যা। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে পাঁচ পর্বের মুক্তিযুদ্ধের ধারাবাহিক নাটক ‘মেঘনার-৭১’। নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। নাটকটি ররচনা ও পরিচালনা করেছেন শামীম আখতার।

নাটকটিতে দেখা যাবে, নদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার বাবা-মা। বাবা সরকারি চাকুরে, মা স্কুল শিক্ষক। সব বিষয়ে মেঘনার কৌতুহল। মা-বাবাও তার সব কৌতুহলের প্রশ্রয় দেন। তাই মেঘনা বাবা মায়ের কাছে কোনো কিছু জানতে চাইলেই উত্তর পায়। হয়তো মেঘনা প্রশ্ন করে, ‘এত বৃষ্টি কেন?’ বাবা বলেন, ‘এটা বর্ষাকাল’; গাছে গাছে অনেক ফুল, কেন এসময় এত ফুল ফোটে?

মা বলেন, এটা বসন্তকাল। চারিদিকে কুয়াশা, গায়ে গরম জামা, নানা রকম পিঠাএটা শীতকাল। এভাবেই মেঘনা চিনে নেয় ষড়ঋতু। বাবা বলেন, এই শস্য-শ্যামল বাংলা অসংখ্য নদী এবং সবুজে ভরা। এই দেশেই আছে পদ্মা, মেঘনা, যমুনা। মা তাকে অনেক অনেক বই এনে দেন গল্প; রূপকথা, ইতিহাস, ভূগোল। শুধু দেশের বই নয় দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া।

দাবায় হাতেখড়ি মামার কাছে। মামা ছাত্র রাজনীতি করেন। তিনি বলেন, পূর্ব পাকিস্তানকে দাবিয়ে রেখেছে পশ্চিম পাকিস্তান। এই দাবিয়ে রাখা কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে একটু একটু করে অনেক কিছুই জেনে নেয়। এর মধ্যে শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মেঘনার অভিজ্ঞতা নিয়েই মেঘনার বয়ানে পাঁচ পর্বের ধারাবাহিকে ১৯৭১-এর ১ মার্চ থেকে ১৬ই ডিসেম্বর অবধি তুলে ধরা হয়েছে। ৭১-এর দিনগুলো মেঘনার বোধে কীভাবে দাগ কাটলো সেটাই শিশুতোষ করে তুলে ধরা হয়েছে এখানে।

শামীম আখতারের রচনা ও পরিচালনায় ধারবাহিকটিতে আরও অভিনয় করেছেন শামস উদ দোহা, সাদিয়া ইউসুফ বৃতা, কিয়ানা, শাহীদ বাহাদুর, এনামুল হাসান আকাশ এবং মৌমিতা মেহজাবিন অর্পা।নাটকটি প্রচারিত হবে দুরন্ত টিভিতে ২২ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন রাত ১০টায়।

ধারাবাহিত নাটকটি ছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে তিনিটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে একটি গুণী মানুষদের কাছে শিশুদের গল্প শোনার অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ২৫ মার্চের কালরাত্রি এবং মুক্তিযুদ্ধের সূচনা এই তিন পর্বে অনুষ্ঠানটি উপস্থাপিত হবে। মনিরুল হোসেন শিপন পরিচালিত তিন পর্বের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৪, ২৫, ২৬ মার্চ বিকেল ৫টা ও সাড়ে ১০টায়।

২৬ মার্চ রাত সাড়ে ৯ টায় প্রচারিত হবে বিশেষ নাচের অনুষ্ঠান ‘মুক্তি’। ২৭ মার্চ রাত সাগে ৯টায় প্রচারিত হবে নাচের অনুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test