E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সার্ক চলচ্চিত্র উৎসবে চার বিভাগে পুরস্কৃত ‘হালদা’

২০১৮ মে ২৮ ১৬:০২:২০
সার্ক চলচ্চিত্র উৎসবে চার বিভাগে পুরস্কৃত ‘হালদা’

বিনোদন ডেস্ক : অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদের ‘হালদা’ চার বিভাগে পুরস্কৃত হয়েছে। সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছে ‘হালদা’ ।

রবিবার রাতে ‘হালদা’ চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

গত ২২ মে শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয় অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৮। ছয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবের শেষ দিন গতকাল রোববার পুরস্কার ঘোষণা করা হয়।

আজাদ বুলবুলের গল্পে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেন তৌকীর আহমেদ। ছবির বিষয় চট্টগ্রামের ঐতিহাসিক হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনযাত্রা। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে মা মাছেরা ডিম ছাড়ে। ছবিটিতে নদী ও নদীতীরবর্তী মানুষের জীবন প্রবাহ তুলে ধরা হয়।

ছবিতে খলনায়কের ভূমিকায় জাহিদ হাসানের পাশাপাশি জেলের চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। আর স্বপ্নবাজ এক তরুণীর ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী ও রুনা খান।

উল্লেখ্য, গত বছরও ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছিল তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’।

(ওএস/এসপি/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test