E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুলবুলের অপারেশন সম্পন্ন

২০১৮ জুন ০৪ ১৪:০৮:৪৭
বুলবুলের অপারেশন সম্পন্ন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল বেশ কিছুদিন থেকেই অসুস্থ। তার হৃদ্যন্ত্রে আটটা ব্লক ধরা পড়েছে। বাইপাস করার কথা থাকলেও অবশেষে দুটি রিং পরানো হয়েছে। বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন এই গুনী সঙ্গীতজ্ঞ।

শনিবার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমানের তত্ত্বাবধানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে দুটি স্টেন্ট পরানো হয়। বর্তমানে ভালো আছেন তিনি।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে সামির আহমেদ বলেন, ‘চিকিৎসার জন্য বাবাকে গত বৃহস্পতিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে শনিবার তার হৃদ্যন্ত্রে স্টেন্ট পরানো হয়। সবাই বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি আগের মতো আবারও গানে ব্যস্ত হতে পারেন। ’

আহমেদ ইমতিয়াজ বুলবুল তিন শতাধিক চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রথমটি ছিল ২০০১ সালে ‘প্রেমের তাজমহল’ আর দ্বিতীয়টি ছিল ‘হাজার বছর ধরে’ ছবির জন্য।

(ওএস/এসপি/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test