E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্কারে নিমন্ত্রণ পেলেন অনিল-মাধুরী-শাহরুখ

২০১৮ জুন ২৬ ১৬:৪১:২২
অস্কারে নিমন্ত্রণ পেলেন অনিল-মাধুরী-শাহরুখ

বিনোদন ডেস্ক : বৈচিত্র্যগত মানোন্নয়নের বিষয়ে নজর দিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স। আর তাই অস্কারের এই কমিটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৯২৮ জনকে আমন্ত্রণ জানিয়েছে এই কমিটির সদস্য হওয়ার জন্য। 

একটি বিবৃতির মাধ্যমে এই কমিটি জানায়, তারা পৃথিবীর ৫৯টি দেশ থেকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা এই সংখ্যক সংস্কৃতিমনস্ককে (ফিল্ম পারসনালিটি) আমন্ত্রণ জানিয়েছে। এঁদের মধ্যে প্রায় ৪৯ শতাংশ নারী বলেও জানিয়েছে কমিটি।

আর এই দাওয়াতপ্রাপ্তদের মধ্যে ২০ জন ভারতীয় আছেন, যাঁরা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট।

এই তালিকায় আছেন মহাতারকা শাহরুখ খান থেকে 'দঙ্গল' এডিটর বাল্লু সালুজা।

আমন্ত্রণপ্রাপ্ত অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক ও কলাকুশলীদের তালিকা নিচে দেওয়া হলো।

১. শাহরুখ খান
২. মাধুরী দীক্ষিত
৩. অনিল কাপুর
৪. টাবু
৫. সৌমিত্র চট্টোপাধ্যায়
৬. মাধবী মুখোপাধ্যায়
৭. আলী ফজল
৮. আদিত্য চোপড়া (প্রযোজক, পরিচালক ও প্রতিষ্ঠাতা; যশরাজ ফিল্মস)
৯. গুণিত মঙ্গা (প্রযোজক, ফিচার ফিল্ম ও ডকুমেন্টারি পরিচালক)
১০. সুব্রত চক্রবর্তী (প্রডাকশন ডিজাইনার, 'হায়দার' 'পদ্মাবত' 'রাজি'-খ্যাত)
১১. অমিত রায় (প্রডাকশন ডিজাইনার, 'হায়দার' 'পদ্মাবত' 'রাজি'-খ্যাত)
১২. অনিল মেহতা (সিনেমাটোগ্রাফার, 'বিহাইন্ড দ্য ক্লাউড' 'হাইওয়ে' 'রকস্টার' খ্যাত)
১৩. মণীষ মালহোত্রা
১৪. ডলি আহলুওয়ালিয়া (কস্টিউম ডিজাইনার)
১৫. বাল্লু সালুজা (এডিটর, 'দঙ্গল' 'লগন' 'যোধা আকবর'-খ্যাত)
১৬. উষা খান্না (সংগীত)
১৭. স্নেহা খানওয়ালকার (সংগীত)
১৮. দেবজিত চাঙমাই (সাউন্ড ডিজাইনার, 'রাজি' 'কোর্ট' 'ভাগ মিলখা ভাগ'-খ্যাত)
১৯. বিশ্বদীপ চট্টোপাধ্যায় (সাউন্ড ডিজাইনার, 'থ্রি ইডিয়টস' 'মাদ্রাজ ক্যাফে'-খ্যাত)
এবং
২০. নাসিরুদ্দিন শাহ

উল্লেখ্য, ভারতীয় ও গ্লোবাল মিউজিক্যাল ট্যালেন্ট এ আর রহমান, বিগ বি অমিতাভ বচ্চন, মি. পারফেকশনিস্ট আমির খান ও ইরফান খান আগে থেকেই এই কমিটির সদস্য।

(ওএস/এসপি/জুন ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test