E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ঈদে মিমি-মিমের সঙ্গে ঋতুপর্ণা

২০১৮ জুলাই ২৬ ১৮:৪৪:৪৫
ঈদে মিমি-মিমের সঙ্গে ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্নার আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন কলকাতার সিনেমার প্রিয়মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি ‘জ্যাম’-এ অভিনয় করার কথা রয়েছে এই অভিনেত্রী।

ছবিটির মহরতে অংশ নেয়ার পর নিজ গৃহে ফিরে গেছেন ঋতু। তবে যাবার আগে অংশ নিয়েছেন একটি আড্ডার অনুষ্ঠানে। আড্ডার বিষয় ছিল কৈশোরের মধুময় স্মৃতি, প্রেম, ভালোবাসা, তারকা হওয়ার স্বপ্ন পূরণের সাতকাহন ইত্যাদি। উচ্ছ্বাস, আনন্দ আর হাসি জড়ানো কণ্ঠে টানা এক ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন এই তারকারা।

প্রাণবন্ত সেই আড্ডায় ঋতুপর্ণার সঙ্গে ছিলেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি ও এই প্রজন্মের প্রিয়মুখ বিদ্যা সিনহা মিম। চ্যানেল আই স্টুডিওতে গত ২৩ জুলাই বিকেলে আড্ডায় মেতে উঠেছিলেন তারা। ‘তিনকন্যার গল্প’ শিরোনামে এই অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন আফসানা মিমি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।

আড্ডার এই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

(ওএস/এসপি/জুলাই ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test