Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কাপড় সেলাই করেই জীবন চলে ভাবনার

২০১৮ আগস্ট ০৯ ১৫:৩৫:৫৫
কাপড় সেলাই করেই জীবন চলে ভাবনার

বিনোদন ডেস্ক : মেয়েটি ভীষণ সহজ সরল। কাপড় সেলাই করেই জীবন চলে তার। একটা টেইলার্স এর দোকানে কাজ করেই পুরো সংসার চালাতে হয় তাকে। ‘ভালোবাসার সীমান্তে’ শিরোনামের নাটকে এমনই একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল আলম। বেশ কিছু দিন আগে এর শুটিং হয়েছে বেড়িবাঁধ, আজিমপুর, নিউমার্কেট, পলাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

নাটকটি নিয়ে ভাবনা বলেন,‘ নাটকটিতে দেখা যাবে একটি দর্জির দোকানে কাজ করেই জীবন চলছে আমার। মেয়েটি খুবই সহজ-সরল। যে ভালোবাসার মানুষের সঙ্গে আড়ালে-আবডালে মাঝে মধ্যে দেখা করে। তাকে নিয়েই নতুন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সে নিজেই অপহরণের জালে ফেঁসে যায়’।

এদিকে নাটকটিতে নবাব চরিত্রে অভিনয় করেছেন সজল। নারী পাচারকারীচক্রের হোতা হিসেবে আছেন ফারুক আহমেদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরান জহির, কাজী বাবুল, হোসনে মোবারক রুমি, আসিফ তালুকদার, বন্যা প্রমুখ। ‘ভালোবাসার সীমান্তে’ নাটকটি ১০ আগস্ট রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test