E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চিরকুমার সালাহউদ্দিন লাভলু!

২০১৮ আগস্ট ২৪ ১৫:০৯:২৯
চিরকুমার সালাহউদ্দিন লাভলু!

বিনোদন ডেস্ক: পুরান ঢাকার নাজিরা বাজারে মিঞা ভাই অনেক জনপ্রিয়। বয়স চল্লিশের বেশি হলেও তিনি চিরকুমার।

কিন্তু হঠাৎ তার জীবনে নাহারের আগমন ঘটে। খুব মিষ্টি এই মেয়েটিকে প্রথম দেখাতেই মিঞা ভাইয়ের ভালো লেগে যায়। তিনি মনে মনে স্থির করলেন তাকেই বিয়ে করবেন।

কিন্তু এলাকা থেকে বের হলেই নাহার হিজাব খুলে টপস আর জিন্স পরে বন্ধুর বাইকে সারা ঢাকা ঘুরে বেড়ায়। সেটা মিঞা ভাই জানতেন না!

এরপর কী ঘটবে তা জানা যাবে ‘গল্লির মাস্টার মিঞা ভাই’ টেলিফিল্মে। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে মিঞা ভাই চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু ও নাহার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।

‘গল্লির মাস্টার মিঞা ভাই’ টেলিফিল্মটি ঈদের ৪র্থ দিন বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

(ওএস/পিএস/আগস্ট ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test