Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সুঁই-সুতোর গাড়িতে চড়ে ছবির প্রচারণা

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৫:০১:০৭
সুঁই-সুতোর গাড়িতে চড়ে ছবির প্রচারণা

বিনোদন ডেস্ক : এক অন্যরকম গাড়িতে চড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন অানুষ্কা শর্মা ও বরুন ধাওয়ান। গাড়িটি দেখে যে কেউ মুগ্ধ হবেন। সুঁই-সুতোই বোনা রঙিন একটা গাড়িতে চড়ে ছুটে বেড়াচ্ছেন তারা। এই গাড়ি নিয়ে বের হওয়ার কারনও আছে। আসছে ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অানুষ্কা-বরুনের নতুন সিনেমা। ‘সুঁই ধাঘা’ নামের এই ছবির প্রচারেই বেরিয়েছেন দুই অভিনেতা-অভিনেত্রী৷

ছবিটিতে দেখা যাবে, মৌজির পারিবারিক সেলাইয়ের ব্যবসার মারাত্মক ক্ষতি হয় তার ঠাকুরদা মারা যাবার পরে। যার কারণে আর্থিক সমস্যায় ভুগতে শুরু করে তার পরিবার। যে মালিকের কাছে মৌজি কাজ করে, সে মৌজিকে মানুষ বলেও জ্ঞান করে না। টাকার পরিবর্তে মালিক নিজের বিয়েতে তাকে কুকুর বানিয়ে অথিতিদের মনোরঞ্জন করে৷ আর কিছু টাকার বিনিময় মৌজিক সবকিছু হাসি মুখে করে। মৌজি চরিত্রটিতে অভিনয় করেছেন বরুন ও মমতার ভূমিকায় অভিনয় করেছেন অানুষ্কা৷

মৌজি ও মমতা পরিবার থেকে ছিটকে পড়ে নতুন করে সেলাইয়ের ব্যবসা শুরু করে। কতদূর পৌঁছতে পারবে তারা? দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন শরত কাটারিয়া৷ সংগীত পরিচালনা করছেন অানু মালিক ৷ ছবিতে অানুষ্কা, বরুনের পাশাপাশি অভিনয় রয়েছেন, রঘুবীর যাদব৷

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test