E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের আমেরিকার ৫ শহরে ‘স্বপ্নজাল’ 

২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৫:১৪:৫৯
ফের আমেরিকার ৫ শহরে ‘স্বপ্নজাল’ 

বিনোদন ডেস্ক : মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম এর দ্বিতীয় সিনেমা স্বপ্নজাল আমেরিকার ৫টি সিটিতে প্রদর্শীত হবে । বাংলা সিনেমার বিশ্ব পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করেছে। সিনেমাটি দেখঅনো হবে নিউইয়র্ক , ভার্জেনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা  এবং ডালাসে । সিনেমায় অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। 

বায়োস্কোপ ফিল্মস’র সিইও রাজ হামিদ জানান, ৯ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় জ্যামাইকার সিনেপ্লেক্স । নর্থ ক্যারলিনার রোলি শহরের ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে সিনেমাটি দেখা যাবে ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টা ৩০মিনিটে । ৭ অক্টোবর রবিবার দুপুর ২টায় দেখা যাবে ভার্জেনিয়ার ডি সি সিনেমা হলে। ফ্লোরিডার অর্লেন্ডো শহরের সাউট চেইস সিনেমা হলে দেখা যাবে ৩০ সেপ্টেম্বর রোববার দুপুর ২টায়। ডালাসের ভেনিশিয়ান সিনেমা হলে সিনেমাটি দেখা যাবে ৭ অক্টোবর রবিবার দুপুর ২টায় ।

রাজ হামিদ বাপসনিঊজকে বলেন, আমেরিকার সিনেমা হল গুলো যেনো আমাদের সিনেমা নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে তাই আমরা দেশেল ভালো সিনেমাগুলো এখানে মুক্তি দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি হলে গিয়ে সিনেমা দেখেন তা হলো আমাদের প্রচেষ্ঠা সার্থক হবে। বাংলা সিনেমা এবং সংস্কৃতি হবে বিশ্বময়। মুক্তির মিছিলে রয়েছে পোরামন-২ এবং মাটি ।

সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের এবং শাহেদ আলী প্রমুখ। গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ সিনেমার নয় বছর পর নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’। এটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস । এপ্রিলের ছয় তারিখ বাংলাদেশে মুক্তি পেয়েছিলো স্বপ্নজাল।

(কে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test