E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হতে চাই’

২০১৮ সেপ্টেম্বর ২৮ ১৫:১৬:১৪
‘ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হতে চাই’

মারুফ সরকার : আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা  দিহান হাজারীর কথা। কথা হয় এই অভিনেতার সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে।  

কবে থেকে মিডিয়ায় কাজ করছেন? প্রথম কাজ কোনটা?

২০০৩ সালে সাহিত্য একাডেমি নামক থিয়েটারে অভিনয়ে যোগদান করি।এবং ২০০৬ সালে ধারাবাহিক নাটক “ লাকডুম “পরিচালনা: কামরুল হাসান সুজন। এ ২য় হিরো হিসাবে বাংলাদেশ মিডিয়া যোগদান করি । পর পর অনেক গুলো কাজ করি । তারপর আমি দেশের বাহিরে ২০০৯ চলে যায়। তারপর ২০১৫ থেকে আবার মিডিয়া যোগদান করি এবং ক্রাইম পেট্রল, লেডি গোয়েদা, ভিবিন্ন চ্যানেল এর নাটক করি ।

কি কি কাজ করেছেন?

নাটক ভালবাসার বিষ বৃক্ষ, ক্রাইম পেট্রল, লেডি গোয়েদা, গ্রামের নায়ক, টিবিচি: প্রান ম্যাগো জুস, যুব উন্নয়ন অধিদ্তর, এস এম সি ব্লু ষ্টার সেবা কেন্দ্র, মেজিক অ্যাইলেন্ড পার্ক, মুহাম্মদি ষ্টিল, এমডি সফট টেকনলজি,সট ফিল্মি মিউজিক ভিডিও দাহকাল নামে একটা মহিতে কাজ করেছি অল্প

বড় পর্দার কোন খবর ?

২০১৯ সালে আমি ভাল ভাবে কাজ করব মভিতে তার জন্য প্রস্তুতি নিচ্ছি ।

পড়াশোনা?

বি. কম , ২য় স্থান অধিকার করে ।

গ্রামের বাড়ি ?

আমার গ্রামের বাড়ি চারগাছ, কসবা, ব্রাক্ষনবাড়িয়া ।

অভিনয় নিয়ে আপনার ভাবনা কি?

অভিনয় নিয়া আমার ভাবনা আমি ভাল একজন আর্টিস্ট হওয়া এবং শুধু দেশে নয় দেশের বাহিরে ও একজন ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হওয়া

প্রত্যাশিত পরিমানে কাজ ও পারিশ্রমিক পান কিনা।

কাজ পাওয়া যায় কিন্তু কাজ অনুযায়ী সেই পরিমান পারিশ্রমিক পাওয়া না ।

কোনো ক্ষোভ বা কষ্ট?

মিডিয়াকে অনেক ভালবাসি আমার কোন ক্ষোভ নাই।

পুরস্কার আছে কোনো?

স্বপ্নীল সম্মাননা ২০১৮ , এস আর মাল্টিমিডিয়া ষ্টার এ্যাওয়াড ২০১৮

প্রিয় অভিনয় শিল্পী?

তৌকির আর তিশা

(এমএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test