E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছয় পর্বের ধারাবাহিক নাটককে মৌ

২০১৪ জুলাই ১৮ ১০:৩৩:০৪
ছয় পর্বের ধারাবাহিক নাটককে মৌ

বিনোদন ডেস্ক : একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। আর এই আয়োজনের মধ্যে থাকছে সাদিয়া ইসলাম মৌ অভিনীত ছয় পর্বে ধারাবাহিক নাটক ‘গভীর জলের ভূত’।

অঞ্জন আইচের রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, আব্দুলাহ রানা, এসএম মহসীনসহ আরও অনেকে। নাটকটি ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ২০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। নাটকের গল্পে রাহুলের সময় আর কাটে না। বড় বেশি একাকিত্ব তার জীবনে। রাহুলের বাবা-মা আমেরিকায় সেটেলড। এখানে তার বন্ধু-বান্ধবও তেমন কেউ নেই। শুধু মাত্র কুহু ছাড়া। কুহু তার একমাত্র বান্ধবী। কিন্তু কুহু বড় বেশি খেয়ালী। কখন যে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। হঠাত্ কুহু জানাল তার বাবা এখনই তার বিয়ে দিতে চায়। আর সে জন্য জরুরি ভিত্তিতে ইন্টারভিউ কল করেছে সে। কুহুর বাবা থাকেন শহর থেকে দূরে। রাহুল রওয়ানা হয় সেই বাড়ির উদ্দেশে। পথে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় তাকে। এক পর্যায়ে অদ্ভুত একটা বাড়িতে গিয়ে পৌঁছায় সে। আর ভয়ঙ্কর কিছু ঘটনার মুখোমুখি হতে তাকে। ঐ ভয়ঙ্কর বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে সবাই মৃত। আর প্রত্যেকেই ভূত। কুহুকে কোথাও খুঁজে পায় না। এরপর শুরু হয় অদ্ভুত এক ইন্টারভিউ। বিভিন্ন বয়সের ভূত- আত্মারা তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। এক সময় কুহুকে পেয়ে যায় রাহুল। কিন্তু ওর আচরণ দেখে রীতিমতো অবাক হয়ে যায় রাহুল। এ কোন কুহু? এক পর্যায়ে রাহুল আবিষ্কার করে সে গৃহবন্দি। তারপর এ বাড়ি থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে সে। এর পর আরও বিচিত্র সব ঘটনা ঘটতে থাকে। গল্পের শেষে জানা যায় পুরো ঘটনাটাই ছিল রাহুলের স্বপ্ন।

(ওএস/এইচআর/জুলাই ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test