E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমেরিকায় তিন শোতে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা

২০১৮ নভেম্বর ১৩ ১৪:৩৭:২৫
আমেরিকায় তিন শোতে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসঙ্গীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘স্বাধীনতা পদক (২০১৬)’। দেশখ্যাতির গণ্ডি পেরিয়ে গত বছর (২০১৭) ভারতের পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম শ্রেষ্ঠপদক ‘বঙ্গভূষণ’-এ ভূষিত হন তিনি। এছাড়াও সঙ্গীত ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন বন্যা।

বুধবার (১৪ নভেম্বর) গুণী এই শিল্পী তিনটি শোতে গান করতে আমেরিকার উদ্দেশে পাড়ি দিচ্ছেন।

‘ব্যাঙ্গুলি অ্যাসোসিয়েশনস অব নিউ জার্সি’ এবং ‘বেদান্ত সোসাইটি’র আয়োজনে তার এবারের আমেরিকা সফর।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমেরিকার নিউ জার্সি শহরে যথাক্রমে ১৭, ১৮ এবং ২৫ নভেম্বর তিনটি শো হবে। তবে শহরটির কোন জায়গায় কবে অনুষ্ঠানগুলো হবে তা সেখানে পৌঁছার পর সিদ্ধান্ত হবে। আয়োজক সূত্রে আমাকে এটিই জানানো হয়েছে।

রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test