E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পে মুগ্ধ তারকারা

২০১৮ নভেম্বর ১৬ ১৫:২৪:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পে মুগ্ধ তারকারা

স্টাফ রিপোর্টার : 'আমার সাধ না মিটিলো, আশা পুড়িলো, সকলই ফুরায়ে যায় মা'- পান্না লালের এই গানটি এত চমৎকার সব দৃশ্যের সাথে আসছিলো যে চোখের পাতা ভিজে যাচ্ছিলো বারবার।' প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও ব্যক্তিজীবন নিয়ে নির্মিত 'হাসিনা - এ ডটার'স টেল' সিনেমাটি দেখে এভাবেই অনুভূতি প্রকাশ করলেন অভিনেত্রী তারিন।

সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) প্রযোজনায় পিপলু খান পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে আজ শুক্রবার, ১৬ নভেম্বর। এই উপলক্ষে তারকা, সাংবাদিক ও বিশেষ ব্যক্তিদের জন্য প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয় গেল বৃহস্পতিবার রাতে। সেখানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ বেশ ক'জন সংসদ সদস্য, সচিব ও সরকারি আমলা আমন্ত্রিত ছিলেন।

উপস্থিত ছিলেন আনোয়ারা, বাপ্পারাজ, রিয়াজ, মেহের আফরোজ শাওন, তারিন, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, সাকিব আল হাসান, শহীদুল আলম সাচ্চু, রিপন খান, সাজু খাদেম, জায়েদ খান, নিরব, বাপ্পী চৌধুরী, ইমন, বাঁধন, ভাবনা, অনিমেষ আইচ, গিয়াসউদ্দিন সেলিম, আনজাম মাসুদ, মম, হৃদি হক, অমৃতাসহ নানা অঙ্গনের একঝাঁক তারকা।

ছবি দেখা শেষে তারানা হালিম সাংবাদিকদের বলেন, 'বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে অজানা অনেক কিছুই জানা হলো। চমৎকার তথ্য নির্ভর একটি ছবি। এ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এটি।'

অভিনেতা রিয়াজ বলেন, 'এক কথায় ছবিটি অসাধারণ বানিয়েছেন নির্মাতা। স্বাধীন এই দেশের জন্য বঙ্গবন্ধুর পরিবারের যে কত ত্যাগ লুকিয়ে আছে সেটা নতুন করে জানা হলো। প্রধানমন্ত্রী ও তার বোন যে কতোটা অসহায় সময় পার করেছেন তাদের জীবনে সেটাও জানলাম। বারবার চোখে জল এসেছে। আমি অভিনন্দন জানাই এই উদ্যোগকে। আর দেশের সবাইকে ছবিটি দেখারও আমন্ত্রণ জানাই।'

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, 'দারুণ একটা ছবি হয়েছে। মন ভরে গেছে দেখে।'

অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, 'এমন তথ্য নির্ভর মুভি আরও হওয়া দরকার। তাহলে নতুন প্রজন্ম দেশের ইতিহাসটা সঠিকভাবে জানতে পারবে।'

অভিনেতা নিরব বলেন, 'চোখের পাতা ভিজে গেছে নিজের অজান্তেই। কী চমৎকার সব দৃশ্যায়ন। আমি মুগ্ধ।'

অভিনেতা বাপ্পী চৌধুরী বলেন, 'কলিজা ছুঁয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুনভাবে আবিষ্কার করলাম।'

'হাসিনা-এ ডটার'স টেল' ছবিটি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার সিনেমাস ও মতিঝিলের মধুমিতা হলে মুক্তি পেয়েছে। চট্টগ্রামবাসীরা এই ডকু ড্রামা ফিল্মটি দেখতে পারবেন সিলভার স্ক্রিনে।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test