E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকার প্রচারণায় তারকাদের দেখতে মানুষের ঢল

২০১৮ ডিসেম্বর ২০ ১৭:২১:০৫
নৌকার প্রচারণায় তারকাদের দেখতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : বেশ উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে ভোটের প্রচার কার্যক্রম। তারকাদের অংশ গ্রহনে ভিন্ন মাত্রা পেয়েছে এবারের নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার ২০ ডিসেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির প্রচারণা অভিযানে দেখা গেল অন্যরকম দৃশ্য।

এক ঝাঁক তারকাদের দেখা গেল নৌকা মার্কার প্রচারণায়। স্লোগান দিচ্ছিলেন চিত্রনায়ক রিয়াজ-
'মার্কা আছে? কোন সে মার্কা? এ সময় প্রচার গাড়িতে থাকা অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, তারিন, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা মাহফুজ আনাম, ফেরদৌস, শাকিল খান, সাইমন, শাহরিয়ার নাদিম জয়সহ শিল্পীরা তার সঙ্গে স্লোগান ধরেন নৌকা নৌকা বলে।

প্রচার গাড়িতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুসহ নেতাকর্মীরা।

প্রচারণা গাড়ি চলার সময় রাস্তার দুই পাশে নামে জনতার ঢল। তারকাদের শুভেচ্ছা জানাতে জানাতে তারও মেতেছেন স্লোগানে স্লোগানে। শিল্পীদের নিয়ে এই প্রচারণার গাড়ি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে জামাল খান চেরাগী মোড় হয়ে যাবে মোমিন রোড, আন্দরকিল্লা, সিরাজদৌল্লা রোড, সাব এরিয়া, চন্দনপুরা, চকবাজার, কাপাসগোলা, বহদ্দারহাট মোড়, চান্দগাঁও, কাপ্তাই রাস্তার মাথা, মোহরা, কালুরঘাট, অক্সিজেন কুয়াইশ সড়ক হয়ে অক্সিজেন মোড়, মুরাদপুর মোড়, ২নং গেইট, জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার, টাইগার পাস, দেওয়ানহাট, চৌমুহনী, বাদামতলী, আগ্রাবাদ মোড়, বারেক বিল্ডিং মোড়, ৩নং ফকিরহাট মোড়, সল্টগোলা ক্রসিং, ইপিজেড মোড়, বন্দরটিলা, স্টিল মিল, কাঠগড় পর্যন্ত।

সরওয়ারকাঠগড় মোড় থেকে ফেরত এসে চৌমুহনী হয়ে পাঠানটুলী, কদমতলী মোড়, বিআরটিসি মোড়, রিয়াজউদ্দিন বাজার স্টেশন রোড, নিউ মার্কেট মোড়, আমতল থেকে মার্কেট, কোতোয়ালী মোড় হয়ে ফিরিঙ্গিবাজার, মেরিনার্স রোড, নতুন ব্রীজ এবং সেখান থেকে লালদীঘি হয়ে আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হবে তারকাদের প্রচারণা।

(ওএস/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test