E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইমতিয়াজ-পরানের জীবনমুখী গান

২০১৮ ডিসেম্বর ২৭ ১৬:১৫:৩৯
ইমতিয়াজ-পরানের জীবনমুখী গান

অনন্ত আযান : পথশিশুদের বঞ্চনা-সংগ্রামী মানবেতর জীবন ও অসহনীয় কষ্টের কথা নিয়ে সহকারী নাট্য নির্দেশক ও সংবাদকর্মী ইমতিয়াজ মেহেদী হাসান রচনা করেছেন ‘পথশিশু’ শিরোনামে একটি জীবনমুখী গান। সময়ের আলোচিত সুরকার হাবিব মোস্তফা’র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পরান। মেধাবী সংগীত পরিচালক অণু মোস্তাফিজ’র সংগীত আয়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি ধারণ হয়েছে।

গানটি সম্পর্কে গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, গানটি সমাজ বাস্তবতার করুণ চিত্র। এখানে কল্পনার কোন স্থান নেই। বিত্তবানরা শখের বসে ইচ্ছেমত খরচ করছে কিন্তু তাদের পাশেই ছোট্ট পথশিশুরা জীবনের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছে না। বঞ্চনার এই দৃশ্যটুকু একজন মানুষ হিসেবে আমার বিবেক স্পর্শ করেছে। সেই বেদনা থেকেই গানটি রচনা করি। পরে সুহৃদ হাবিব মোস্তফা’র সাথে আইডিয়াটা বিনিময় করায় তিনি সুন্দর একটি আয়োজন করে আমাকে চমকে দিলেন। পরান চমৎকার গেয়েছেন আর অণু মোস্তাফিজ ভাইয়ের কম্পোজিশন গানটিকে অন্য মাত্রায় উন্নীত করেছে। আশাকরি শ্রোতারা গানটিকে ভালভাবে গ্রহণ করবেন।

সুরকার হাবিব মোস্তফা বলেন, মানব জীবনের চলমান দুঃখসুখের দুটি রূপ নিয়ে পথশিশু গানটি তৈরী। বিত্তবানদের বিবেক জাগ্রত করতে আমাদের যৌথ এই প্রয়াস সফল হলে পরবর্তী কাজে উৎসাহিত হবো।
শিল্পী পরান বলেন, গতানুগতিক প্রেমের গানের বাইরে এসে পথশিশুদের নিয়ে এমন একটি গান করার ভাবনাকে আসি স্যালুট জানাই। কথা-সুর-সংগীত আয়োজনে আমি নতুনত্ব পেয়েছি এবং কাজটির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এমন মহৎ একটি কাজের সাথে যুক্ত করার জন্য।

(এটি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test