E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দর্শকের প্রসংশায় ভাসছে ‘আমার প্রেম আমার প্রিয়া’

২০১৯ ফেব্রুয়ারি ১০ ২৩:৩১:২৭
দর্শকের প্রসংশায় ভাসছে ‘আমার প্রেম আমার প্রিয়া’

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র প্রেমিদের জানুয়ারিতে শুরুতে তেমন কোন দেশী চলচ্চিত্র মুক্তি পায়নি। সময়টা বেশ হতাশাতেই কেটে ছিলো।  গত শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুইটি চলচ্চিচত্র। যার মধ্যদিয়ে কিছুটা হলেও হতাশা কেটেছে হল মালিক সহ চলচ্চিত্র প্রেমীদের। 

শুক্রবার সারা দেশে মুক্তি প্রাপ্ত দুটি চলচ্চিত্রের মাঝে পরী-আরজুর অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ একটি। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি সারা দেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর বেশ প্রশংসিত হচ্ছে ছবিটি।’

শনিবার সন্ধ্যায় বলাকা সিনেমা হলের বুকিং এজেন্ট মজিবুর রহমান রাজিবের সাথে কথা হলে তিনি বলেন, ‘শুক্রবারের চেয়ে শনিবার সকালের শোতে দর্শক বেশি। শুক্রবার বিপিএল ফাইনাল থাকায় দর্শক কম ছিলো। আমার বিশ্বাস দর্শক আরো বাড়বে দুই একদিনের মাঝে।

এদিকে সরজমিনে কয়েকজন দর্শকের সাথে কথা বলে জানা যায়, ছবিটির গল্প বেশ সুন্দর। পাশাপাশি নির্মানো ভালো। সেই সাথে পরী ও আরজুর অভিনয় তারা মুগ্ধ।

এদিকে ছবির নির্মাতা শমীমুল ইসলাম শামীম বলেন, ‘আমি সারা দেশ থেকেই ছবির গল্পের প্রশংসা পাচ্ছি। আমি সব সময় মনে করি দর্শক সিনেমা হলে আসেন সুন্দর একটি গল্প দেখতে। আমি এই ছবিতে তা দিয়েছি।’

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী মণি, কায়েস আরজু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test