E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপূর্ব-মৌসুমীর ‘দূর পাহাড়ের চূড়ায়’

২০১৯ ফেব্রুয়ারি ২২ ১৫:২৫:৪৮
অপূর্ব-মৌসুমীর ‘দূর পাহাড়ের চূড়ায়’

মারুফ সরকার : পুলক তরুণ একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে পেটে বোমা মারলেও তার মুখ থেকে কথা আদায় করা মুস্কিল। একারণেই সে কোন মেয়েকে বিয়ে করা তো.. দূরের কথা, প্রেমও করতে পারে নি। সে তার পিএ ঝুনা’কে নিয়ে এক গবেষনার কাজে আসে নেপালে।

একই রিসোর্টে ওঠে তিশা। তিশা হচ্ছে একইসাথে বুদ্ধিমতি ও বদমেজাজি একটা মেয়ে। তাদের পরিচয়টা বেশ মজার। পুলক অন্যমনস্ক হয়ে তিশার পেছনের চুল দেখে তার গায়ে হাত দেয়া মাত্র তিশা রেগে ফায়ার হয়ে যায়। পুলককে মলেস্ট করার অভিযোগে যা তা বলে। পুলকতো লজ্জায় কুকড়ে যায়। সে বারবার বোঝাতে চায়, সে ভেবেছিল তার পিএ। এসময় তার পিএ ঝুনা এসে দাড়ায়। এরপর কি ঘটে সেখানে? তা জানতে হলে দেখতে হবে নাটকটি। এমনই গল্প নিয়ে থ্রি সিক্সটি ডিগ্রী পরিবেশিত সম্প্রতি নেপালে নির্মিত হয়েছে খন্ড নাটক দূর পাহাড়ের চূড়ায়।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মৌসুমী হামিদ, পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির , সানিতা প্রমূখ। নির্মাতা রনি জানান, ২৩ ফেব্রুয়ারি রাত ৯টায় এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test